টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’ এবার ছোট পর্দায়। সান বাংলার সুপারহিট শো লাখ টাকার লক্ষ্মীলাভ-এর সিজন ২-এর মাসিক ফিনালে হাজির হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নভেম্বর মাসেই সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড, আর সেই মুহূর্তকে আরও স্মরণীয় করতে উপস্থিত থাকবেন টলিউডের জ্যেষ্ঠপুত্র। শোয়ের জনপ্রিয়তা এখন এমন জায়গায় পৌঁছেছে যে, বাংলার প্রায় প্রতিটি ঘরেই চলছে এই অনুষ্ঠান। লড়াই, স্বপ্ন আর জয়ের গল্পে মন ভরছে দর্শকদের।
এই বিশেষ পর্বে সুপারস্টার শুধু অতিথি হয়ে নয়, বরং অংশগ্রহণ করবেন খেলায়, আড্ডায় এবং নানা মুহূর্তে। লক্ষ্মীদের জীবনের সংগ্রাম শুনে তাঁদের মনোবল বাড়াবেন তিনি। শুধু তাই নয়, দর্শকের জন্য থাকছে তাঁর জনপ্রিয় গানের সঙ্গে জমজমাট নাচের পরিবেশনা। ‘চোখ তুলে দেখো না’ থেকে ‘আমি আমি জানি জানি’— বুম্বাদার স্টাইলেই জমে উঠবে ফিনালে।
এই শো শুধু বিনোদন নয়, বরং মহিলাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে বাস্তবায়নের প্ল্যাটফর্ম। অডিশনের মাধ্যমে বাংলার যে কেউ খেলায় যোগ দিতে পারেন। পাঁচ রাউন্ডের এই খেলায় প্রতিটি ধাপের শেষে থাকছে নগদ অর্থ জয়ের সুযোগ। ফাইনাল রাউন্ডে বিজয়িনীর হাতে তুলে দেওয়া হবে দুই লক্ষ টাকার পুরস্কার। এছাড়া লক্ষ্মী ব্যাংক থেকে ছয়জন বিশেষ মায়ের হাতে আরও পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হবে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই শো সঞ্চালনা করেন এবং তাঁর মতে, এই অনুষ্ঠান তাঁকে নতুনভাবে জীবন বুঝতে শিখিয়েছে। অসংখ্য মহিলার সংগ্রাম শুনে তাঁর নিজের জীবনের অভিযোগ করতে মন চায় না। নতুন সিজনে যুক্ত হয়েছে আরও এক রাউন্ড এবং আরও রোমাঞ্চকর খেলা যা দর্শকদের সামনে নতুন মাত্রা আনবে।
আরও পড়ুনঃ “বীতশ্রদ্ধ হয়েই ছেড়েছিলাম, ফিরলাম শুধু দর্শকের টানে…ভাঙা কাঁচকে জোড়া লাগানোর চেষ্টা করছি” আর্য হয়ে ফের শুটিং শুরু করতেই আবেগে ভাসলেন জিতু! সমাজ মাধ্যমে সবই সামনে আসে, লুকোনোর কিছু থাকে না, বললেন অভিনেতা! লাইভে এসে গতকালের শুটিংয়ের কোন অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি?
৩০ নভেম্বর সন্ধ্যে ৬ টায় সম্প্রচারিত হবে এই বহুল প্রতীক্ষিত মাসিক ফিনালে। হাসি, খেলা, নাচ আর অনুপ্রেরণার এই অসাধারণ পর্বে বুম্বাদাকে পেয়ে উচ্ছ্বসিত খেলার প্রতিটি লক্ষ্মী এবং গোটা বাংলা।
