জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দামী উপহার নয়, মাত্র ১০ টাকার অনুরোধ!অনুরাগীদের কাছে কেন এমন আবেদন করলেন জিতু?

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই জিতু কমলকে ঘিরে দারুণ আলোচনার ঝড়। ‘চিরদিনই তুমি যে আমার’-এ আর্য সিংহ রায়ের চরিত্রে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তা বিশেষভাবে নজর কাড়ে। বড়পর্দা-ছোটপর্দায় বহু বছর কাজ করলেও এই চরিত্রটি তাঁর কেরিয়ারের অন্যতম মাইলফলক বলে মনে করছেন অনেকেই।

এদিকে সিরিয়ালের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় নতুন বিতর্ক। মাঝপথে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে পরে আবার ফিরে আসেন জিতু, বিপরীতে নায়িকা নাকি আর শুটিং করতে চাইছেন না—এমন জল্পনায় দর্শকরাও বিভ্রান্ত। এই সবের মাঝেই হঠাৎ ভাইরাল হয় জিতুর এক লাইভ ভিডিও, যা নতুন করে অনুরাগীদের নজর কাড়ে।

লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন অভিনেতা। তিনি জানান, অনুরাগীরা তাঁকে যে দামী দামী উপহার পাঠান, তার বেশিরভাগই ব্যবহার করার সুযোগ হয় না, অনেকটাই বাক্সে জমে থাকে। তাই তাঁর অনুরোধ— “যদি কিছু পাঠাতে ইচ্ছা হয়, তা হলে দামী উপহার নয়, একটা চিঠির সঙ্গে ১০ টাকা বা ৫ টাকার একটা কয়েন পাঠান। যতটা সামর্থ্য, সেটা আমি আমার সঙ্গে কাজ করা মানুষদের হাতে তুলে দেব।” তাঁর মতে, এটাই প্রকৃত ব্যবহার হবে, বাহুল্য নয়।

২০ নভেম্বর রাতে নিজের কামব্যাকের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টও করেন তিনি। সেখানে জানান— ২০০৮ সাল থেকে কাজের পথে তাঁর সাফল্যের ৮০ শতাংশ কৃতিত্ব টেকনিশিয়ানদের। টেলিভিশনের জগতে পুরুষ চরিত্রের মধ্যে খুব কমেই মানুষের মনে দাগ কাটে, কিন্তু ‘আর্য সিংহ রায়’ সেই ব্যতিক্রম। লেখক, পরিচালক, প্রযোজক ও দর্শকের ভালবাসায় চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে।

শেষে অভিনেতা লেখেন— প্রযুক্তিবিদ থেকে শুরু করে দর্শক, সবাইকে মনে রেখেই তিনি আবার সিরিয়ালে ফিরে এসেছেন। আশা করছেন আর কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং আগের মতোই দর্শকদের মনোরঞ্জন করতে পারবেন। তাঁর কথায়— “হ্যাঁ, আমি আবার কলটাইম পেয়েছি।”

Piya Chanda