জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ননদ-বৌদির হিট জুটি এবার ‘তারে ধরি ধরি মনে করি’তে! পল্লবীর পর, ‘নিম ফুলের মধু’র বর্ষা ফিরছেন ভিন্ন রূপে! শৈলী ভট্টাচার্য যোগ দিলেন জি বাংলার নতুন ধারাবাহিকে! কোন চরিত্রে অভিনয় করবেন তিনি?

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই শুধু মুখ্য চরিত্রের গল্প নয়, অনেক সময় এমন কিছু পার্শ্ব চরিত্র উঠে আসে যারা দর্শকের মনে আলাদা করে জায়গা করে নেয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) তেমনই একটি উদাহরণ। পর্ণা-সৃজনের গল্প যতটা আলোচনায় ছিল, তার পাশাপাশি আরও একটি চরিত্র ধীরে ধীরে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল। কে বলুন তো? হ্যাঁ, পর্ণার ননদ বর্ষা, অর্থাৎ শৈলী ভট্টাচার্য (Shaili Bhattacharya)। সংসারের ভেতরের টানাপোড়েনে বর্ষা ছিল যেন পর্ণার নির্ভরতার জায়গা, প্রয়োজনে পরিবারের বিরুদ্ধেও দাঁড়াতে দ্বিধা করেনি সে।

বর্ষা চরিত্রটিকে আলাদা করে মনে রাখার কারণ শুধু তার সম্পর্কের সমীকরণ নয় বরং তার মানবিকতা। বৌদির পাশে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা কিংবা আবেগে না ভেসে যুক্তি দিয়ে পরিস্থিতি সামলানো মিলিয়ে এই চরিত্রটিকে দর্শকরা ‘আদর্শ ননদ’ হিসেবেই দেখেছেন। ছোটপর্দায় যেখানে বৌদি-ননদের দ্বন্দ্বই বেশি দেখানো হয়, সেখানে বর্ষা ছিল একেবারেই ব্যতিক্রম। এই চরিত্রে অভিনয় করে শৈলী ভট্টাচার্য খুব অল্প সময়ের মধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন।

অভিনয়ের জগতে শৈলীর পথচলা খুব দীর্ঘ না হলেও, ‘নিম ফুলের মধু’ ছিল তাঁর অভিনয় জীবনের প্রথম বড় মাইলফলক। ধারাবাহিক জুড়ে বর্ষার জীবনে নানা ওঠানামা দেখানো হয়েছে, পিকলুর সঙ্গে সম্পর্ক থেকে পারিবারিক চাপ, নিজের সিদ্ধান্ত নেওয়ার লড়াই, সবকিছু মিলিয়ে চরিত্রটি ছিল যথেষ্ট স্তরযুক্ত। দীর্ঘদিন জনপ্রিয় তার শীর্ষে থাকার পর, বছরের শুরুতেই এই জনপ্রিয় ধারাবাহিকটি শেষ হলেও বর্ষা চরিত্রের রেশ থেকে গিয়েছিল দর্শকদের মনে।

এর মধ্যেই আবার নতুন চমক নিয়ে ফিরেছেন পর্ণা। অভিনেত্রী পল্লবী শর্মা সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’তে মুখ্য চরিত্রে যোগ দিয়েছেন। আধ্যাত্মিকতা আর ভালোবাসার মেলবন্ধনে তৈরি এই গল্পে চিরাচরিত খলনায়কের উপস্থিতি নেই বললেই চলে। চলতি সপ্তাহে শুরু হয়ে, অল্প কয়েকটি পর্বেই ধারাবাহিকটি দর্শকদের মন ছুঁয়ে ফেলেছে, তার শান্ত গতি আর আলাদা ভাবনার জন্য।

সবচেয়ে আনন্দের খবর হল, এই ধারাবাহিকেই এবার যোগ দিচ্ছেন শৈলী ভট্টাচার্য! এখানে তিনি অভিনয় করছেন ইন্দু নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে, যা সম্ভবত ইতিবাচক দিকেই এগোবে। অর্থাৎ, আবার একসঙ্গে ফিরছে পর্ণা ও বর্ষার জুটি! যদিও একেবারে নতুন পরিচয়ে, নতুন গল্পে। আগের মতোই কি এই নতুন রূপে দর্শকদের মন জয় করতে পারবেন দু’জন? সেই উত্তর দেবে সময় আর দর্শকের ভালোবাসা।

Piya Chanda

                 

You cannot copy content of this page