বিনোদন জগতের তারকাদের জীবন মানেই শুটিং, মিটিং, প্রোমোশন আর টানা কাজের চাপ। দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হয়, সময়ের অভাবে অনেক সময় পরিবারকেও ঠিকভাবে সময় দেওয়া সম্ভব হয় না। তবু এই ব্যস্ততার মাঝেই কেউ কেউ চেষ্টা করেন নিজের শিকড়কে আঁকড়ে ধরে রাখতে, পরিবারের পাশে থাকতে। ঠিক এমনই এক উদাহরণ হয়ে উঠলেন টেলিপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ ভাস্বর চট্টোপাধ্যায়।
টেলিভিশনের দর্শকের কাছে ভাস্বর চট্টোপাধ্যায় বহুদিন ধরেই পরিচিত নাম। দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে বারবার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘বেলা’ ছবিতে, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ে সাবলীলতা ও চরিত্রের গভীরতাই বরাবর তাঁর শক্তি।
বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন ভাস্বর। স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে দেখা যাচ্ছে তাঁকে রাজরূপ চরিত্রে। এই ধারাবাহিকে তিনি বিদ্যা ব্যানার্জির কলেজের ট্রাস্টি মেম্বার সুপ্রিয় দত্তের ছোট ভাই এবং নায়কের কাকার ভূমিকায় অভিনয় করছেন। জানা যাচ্ছে, চরিত্রটি সম্পূর্ণ ইতিবাচক ও মজাদার। ভাইপোর প্রেমজীবনে উপদেশ দেওয়া, পাশে থাকা—এই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। ভাস্বর নিজেই জানিয়েছেন, এটি তাঁর অভিনয় জীবনের ১২৬তম ধারাবাহিক।
আরও পড়ুনঃ ভরা মঞ্চে গান গাইতে মত্ব, হঠাৎ লগ্নজিতার ওপর আ’ক্র’মণ! ভগবানপুরের সাংস্কৃতিক অনুষ্ঠানে তীব্র উত্তেজনা! ঠিক কী ঘটেছে? এখন কেমন আছেন গায়িকা?
কাজের এই ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না অভিনেতা। সম্প্রতি ১৯ ডিসেম্বর তাঁর বৃদ্ধ বাবার জন্মদিন ছিল। শুটিংয়ের ফাঁকেই বাবার জন্মদিন উদযাপন করতে দেখা যায় ভাস্বরকে। পরিবারের সঙ্গে কাটানো সেই মুহূর্তের ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
চরিত্রে ডুবে থাকা অভিনেতার বাস্তব জীবনে এই পারিবারিক টানই তাঁকে আলাদা করে তোলে। নতুন ধারাবাহিকের শুটিং, ফের ছোটপর্দায় ফেরা—সবকিছুর মাঝেও বাবার জন্মদিনে পাশে থাকা প্রমাণ করে, ব্যস্ততার মধ্যেও সম্পর্কের গুরুত্ব ভোলেন না ভাস্বর চট্টোপাধ্যায়।
