জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মেসিকে দেখতে না পেয়ে পুরো কলকাতা খেপে উঠেছিল, এত বছর পরিশ্রমের পর এই ‘পাগলামি’ তো আমার ভক্তরাও করবে!” প্রেক্ষাগৃহে ভক্তদের উত্তেজনা নিয়ে দেবের স্পষ্ট অবস্থান! ‘প্রজাপতি ২’ নিয়ে রানা সরকারের ‘টিকিট কাটতে বাধা’র অভিযোগের জবাবে কী বললেন মেগাস্টার?

এইমুহুর্তে টলিউডে চরম উত্তাপের পরিস্থিতি! আর তাঁর কেন্দ্রে রয়েছে একদিকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে দেব (Dev) অভিনীত ‘প্রজাপতি ২’। দুটি ছবির মুক্তিকে ঘিরে বক্স অফিসের অঙ্ক, শো সংখ্যা আর দর্শক টানার ক্ষমতা নিয়ে শুরু হয়েছে প্রকাশ্য টানাপড়েন! প্রেক্ষাগৃহে হাউসফুল বোর্ড, আয় নিয়ে পরস্পরের দাবি-প্রতিদাবি মিলিয়ে ছবির চেয়েও যেন আলোচনায় উঠে এসেছে কে কতটা সফল আর সেই সাফল্যের হিসেব কতটা বিশ্বাসযোগ্য! এই আবহেই বিতর্কে নতুন রং যোগ করেন প্রযোজক রানা সরকার।

তাঁর অভিযোগ, ‘প্রজাপতি ২’-এর বক্স অফিস রিপোর্ট নাকি বাস্তবের সঙ্গে মিলছে না! এর সঙ্গে যুক্ত হয় আরও একটি প্রসঙ্গ, মুক্তির শুরুতে দক্ষিণ কলকাতার কয়েকটি হলে দেবের ছবির শো না পাওয়া। সেই সময় সমাজ মাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন দেব আর তারপরই কিছু হলে তাঁর অনুরাগীদের ক্ষোভ দেখানোর ঘটনাও সামনে আসে। এখান থেকেই অভিযোগ ওঠে, দেবের ভক্তরা নাকি অন্য ছবির টিকিট বিক্রিতে বাধা দিয়েছিলেন! এই সমস্ত বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দেব।

এই অভিযোগের জবাবে দেব পুরো বিষয়টিকে আবেগ আর ভক্তির প্রেক্ষিতে দেখার কথা বলেন। তাঁর মতে, ভক্তদের ‘পাগলামি’ নতুন কিছু নয়। যেমন লিয়োনেল মেসিকে মাঠে না দেখতে পেয়ে শহরজুড়ে আলোড়ন পড়েছিল, বা কোনও ফুটবল দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে কটু কথা বললে সমর্থকেরা উত্তেজিত হয়ে ওঠে। দেবের বক্তব্যে উঠে এসেছে, অনুষ্ঠান বা মাঠে প্রিয় তারকাকে সামনে না পেলে অনেক সময়ই ভাঙচুর পর্যন্ত হয়, অথচ তাঁর ভক্তেরা শুধু প্রেক্ষাগৃহে গিয়ে শো পাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

যে হলে পোস্টার পড়েছে, গেট তৈরি হয়েছে, সেখানে শো না থাকলে মনখারাপ হওয়াটাই স্বাভাবিক! এমনই যুক্তি দেন তিনি। তবে দেব এটাও স্পষ্ট করেন যে, কোনও ছবির টিকিট বিক্রিতে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করা তিনি কখনও সমর্থন করেন না। ঘটনার পর স্বরূপ বিশ্বাস তাঁকে ফোন করলে সঙ্গে সঙ্গে তিনি অনুরাগীদের সরে যেতে বলেন এবং পরিস্থিতি শান্ত হয়। দেবের ভাষায়, ভক্তদের এই সামান্য উন্মাদনা তাঁর দীর্ঘদিনের কাজের ফল, কিন্তু তার একটা সীমা থাকা দরকার আর সেটা তিনি নিজেও মানেন। এরপর আরও একটি গুরুতর প্রশ্ন ওঠে ভক্তদের নিয়ে।

সমাজ মাধ্যমে কাহিনিকার তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনকে নিয়ে বিকৃত ও অশা’লীন ছবি ছড়ানোকেও কি দেব ভক্তদের নিতান্তই উন্মাদনা বলে মনে করেন? এই প্রসঙ্গে দেবের অবস্থান ছিল একেবারে কড়া। তিনি জানান, এই ধরনের কাজ সম্পূর্ণ অন্যায় এবং তিনি কোনওভাবেই এর পক্ষে নন! প্রশাসনের কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি দেব মনে করিয়ে দেন যে কটাক্ষ এখন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, সবাই প্রতিদিনই এর মুখোমুখি হন। তাই দেবের মতে, সব কিছুকে গায়ে না মাখিয়ে নিজের কাজের দিকেই মন দেওয়া ছাড়া অন্য কোনও পথ নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page