জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমার আসল পরিচয় কোয়েল মল্লিক না!” রুপোলি পর্দায় প্রথম পদক্ষেপেই বদলে গেল সবটা! ইন্ডাস্ট্রিতে প্রবেশের সঙ্গে বদলে ফেলতে হয়েছিল আসল পরিচয়! কীভাবে তিনি হয়ে উঠলেন টলিউডের শালীনতার মুখ? আড়ালে লুকিয়ে থাকা গল্প, প্রকাশ্যে আনলেন অভিনেত্রী!

টলিউডে বহু অভিনেত্রী এসেছেন এবং সময়ের সঙ্গে হারিয়েও গিয়েছেন, কিন্তু কোয়েল মল্লিকের (Koel Mullick) অবস্থান বরাবরই আলাদা। জনপ্রিয়তা, সাফল্য কিংবা বড় পরিবারের নাম, সবই ছিল তাঁর পাশে। কিন্তু কখনও তা দিয়ে নিজেকে বড় করে দেখানোর কোনও চেষ্টা করেননি তিনি! তাই হয়তো দর্শকের কাছে তিনি শুধু একজন নায়িকা নন বরং সেই আপন মানুষ, যাকে বিশ্বাস করা যায়। তাঁর যাত্রাপথে বিতর্কের থেকে বেশি গুরুত্ব পেয়েছে কাজ আর সেটাই তাঁকে আলাদা করে বসিয়েছে দর্শকদের শ্রদ্ধার আসনে।

অভিনয়জীবনের বাইরে তাঁর চরিত্র আরও বহুমুখী। একজন মা, স্ত্রী এবং অভিনেত্রী মতো প্রতিটি ভূমিকাতেই তিনি নিজের মতো করে দায়িত্ব পালন করছেন। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়ার দৃষ্টান্ত বারবার তৈরি করেছেন তিনি। এই জন্য অনেকে বলেন, তারকা হওয়ার থেকেও বেশি মানুষ হওয়ার জায়গায় কোয়েল নিজেকে সফল প্রমাণ করেছেন। বিনোদন জগতের চকচকে দুনিয়াতেও তিনি শান্ত, সংযত আর সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী।

তবে কোয়েলকে ঘিরে রয়েছে একটি রহস্য, তাঁর নাম নিয়ে! বহু দর্শকই হয়তো জানেন না, কোয়েল মল্লিক তাঁর আসল নাম না! আবার অনেকে জানলেও, পরিবর্তনের পেছনে যে কারণটা আছে সেটার সঙ্গে অবগত নন। কিন্তু সম্প্রতি অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই গল্প। তিনি বলেন, “আমার আসল নাম ছিল রুক্মিণী মল্লিক। ‘নাটের গুরু’ ছবিতে যখন পর্দায় আত্মপ্রকাশ করি, পরিচালক হরনাথ চক্রবর্তী তো আমার বাবার সঙ্গে অনেক কাজ করেছেন। সেই সূত্রে ছোট থেকেই আমাকেও চেনেন।

বাড়িতে আমার ডাকনাম ছিল কোয়েল। সুতরাং উনি কোনদিনও রুক্মিণী নামে কাউকে ডাকতে দেখেননি। তাই ওনার ছবির নায়িকা হিসেবে, পোস্টারে উনি আমার নাম দিয়েছিলেন কোয়েল মল্লিক। যেহেতু আমার ডাকনামটা আর পাঁচটা অদ্ভুত নামের মতো নয়, সেই থেকেই নামটা থেকে গেল!” এই গল্পটুকু থেকেই স্পষ্ট যে, সাফল্য কখনও শুধু অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সেটি তৈরি হয় একধরনের আত্মিক যাত্রা থেকে। কোয়েল নিজের নামের সঙ্গে যেমন খাপ খাইয়ে নিতে পেরেছেন, তেমনই খুঁজে পেয়েছেন নিজের জায়গা।

খ্যাতি তাঁর কাছে অহংকার নয়, বরং দায়িত্ব। আর সেই দায়িত্বই তাঁকে আজও দর্শকের আস্থার জায়গায় রেখেছে। দিন পরিবর্তন হয়েছে, সময় এগিয়েছে কিন্তু কোয়েল মল্লিকের পরিচিতি যেন বদলায়নি বরং সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। বড় পর্দা, পারিবারিক জীবন এবং সন্তানদের বড় করে তোলার মাঝেও তিনি প্রমাণ করেছেন যে অনাড়ম্বর থেকেও কেউ চাহিদার কেন্দ্রে থাকতে পারে। তাঁর এই যাত্রা শুধু একজন নায়িকার গল্প নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার পথচলার অনুপ্রেরণা।

Piya Chanda

                 

You cannot copy content of this page