রইল না আর আড়ালে! নতুন বছরের শুরুতেই যেন সব জল্পনায় দাঁড়ি টেনে দিলেন অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী (Debjyoti Roy Chowdhury)! এদিন তিনি দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, অভিনেত্রী ‘সৌমি চক্রবর্তী’র (Soumi Chakraborty) সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর তাতেই নতুন করে আলোচনার ঝড়। এতদিন যেটা শুধুই পরোক্ষ ইঙ্গিত আর নেটিজেনদের অনুমানের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেই সম্পর্ককেই যেন এবার প্রকাশ্যে এনে ফেললেন দেবজ্যোতি! ছবিগুলিতে দু’জনের স্বচ্ছন্দতা, হাসি আর চোখের ভাষা আলাদা করে নজর কেড়েছে।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, উৎসবের আবহে একেবারে মানানসই ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন সৌমি ও দেবজ্যোতি। দেবজ্যোতির গায়ে অফ-হোয়াইট রঙের পাঞ্জাবি, যার গলায় ও হাতায় লাল রঙের নকশা। সৌমি পরেছেন হালকা ক্রিম বা আইভরি রঙের সিল্কের সূক্ষ্ম কাজ করা ব্লাউজ, আর লাল শাড়ি যা তাঁর সাজকে রেখেছে মার্জিত ও স্নিগ্ধ। দু’জনের কাছাকাছি বসা, চোখে চোখ রেখে হাসি, কখনও আলতো করে জড়িয়ে ধরা মিলিয়ে ছবিগুলোতে কোনও কৃত্রিম ভঙ্গি নেই, বরং স্বাভাবিক স্বচ্ছন্দতা আর উষ্ণতার ছাপ স্পষ্ট!
প্রসঙ্গত, এই পোস্টের তাৎপর্য আরও বেড়ে গিয়েছে, অতীতের গুঞ্জনের উপর ভিত্তি করে। দীর্ঘদিন ধরেই সৌমি ও দেবজ্যোতির বন্ধুত্ব নিয়ে চর্চা চলছিল। একসঙ্গে কাজ করতে গিয়ে তৈরি হওয়া রসায়ন যে শুধু পর্দায় সীমাবদ্ধ নেই, সেটা অনেকেই আঁচ করছিলেন। বিশেষ করে ‘কোন গোপনে মন ভেসেছে’-র সময় থেকেই তাঁদের নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ে। যদিও দু’জনেই কখনও সরাসরি কিছু বলেননি, কিন্তু সমাজ মাধ্যমে একে অপরের পোস্টে উপস্থিতি কিংবা ছোট ছোট ইঙ্গিত আলোচনাকে থামতে দেয়নি।
এর মাঝেই সৌমির ব্যক্তিগত জীবন নিয়েও নজর ছিল সকলের। আগের সম্পর্ক ভেঙে যাওয়ার সময় যেভাবে তিনি সংযত ও সম্মানজনকভাবে বিষয়টা সামলেছিলেন, তা অনেকের মন ছুঁয়ে গিয়েছিল। সেই অধ্যায়ের পর নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। নতুন চরিত্র, নতুন ধারাবাহিক সবকিছুর মধ্যেই তিনি নিজের জায়গা তৈরি করেছেন। কিন্তু ব্যক্তিগত সুখের প্রশ্নে তিনি বরাবরই ছিলেন নীরব! উল্লেখ্য, সেই নীরবতার মধ্যেই কিছুদিন আগে সৌমির একটি পোস্ট নতুন করে আগ্রহ বাড়ায়।
আরও পড়ুনঃ অকালে চলে গেছেন জুবিন! গায়কের স্মরণে নতুন পথে যাত্রা তাঁর স্ত্রীর! দারুণ পদক্ষেপ নিলেন গরিমা
‘বিশৃঙ্খলার মাঝেও শান্তির ঠিকানা’, এই কথার সঙ্গে একটি রহস্যময় হাতের ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। তখনও উত্তর মেলেনি। আর এবার দেবজ্যোতির নতুন বছরের পোস্ট যেন সেই সব প্রশ্নের দিকেই আলো ফেলল। প্রকাশ্যে একসঙ্গে ছবি, তাও এমন দিনে! এই বার্তাকে আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না বলেই মনে করছেন অনেকেই। সব মিলিয়ে বলা যায়, এতদিনের কানাঘুষো এবার অনেকটাই বাস্তবের রঙ পেতে শুরু করেছে। যদিও ভবিষ্যৎ নিয়ে তাঁরা এখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবু এই ছবিগুলোই আপাতত ভক্তদের জন্য যথেষ্ট।
