এক বছরের মধ্যেই দর্শকের প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হইচইয়ের জনপ্রিয় সিরিজ কালরাত্রি। প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয় সিজন মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। দেবী চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে পর্দার আড়ালে যে এমন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী, তা এতদিন অনেকেই জানতেন না।
কালরাত্রি দ্বিতীয় সিজনের শুটিং চলাকালীন এক মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌমিতৃষা। সিরিজের পরিচালক অয়ন চক্রবর্তী এক সাক্ষাৎকারে সেই দিনের স্মৃতি তুলে ধরেছেন। তাঁর কথায়, শুটিং চলার সময় একটি দৃশ্যে সৌমিতৃষার চোখের ঠিক উপরে প্রবল জোরে আঘাত লাগে। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে শুটিং ইউনিটের সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে ডাক্তার ডাকা হয় এবং অভিনেত্রীকে মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘটে লাঞ্চের ঠিক আগে এবং তখনও পুরো দিনের শুটিং বাকি ছিল। সেই দিন রাত পর্যন্ত প্রায় প্রতিটি দৃশ্যে সৌমিতৃষার উপস্থিতি প্রয়োজন ছিল। পরিচালক এবং টিম ভেবেছিলেন, হয়তো সেদিনের কাজ বন্ধ করতেই হবে। ডাক্তার পরীক্ষা করার সময় সবাই চিন্তায় ছিলেন, আঘাতের মাত্রা কতটা গুরুতর। পরিস্থিতি এমন ছিল যে শুটিং বন্ধ হওয়াই ছিল সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত।
কিন্তু এখানেই নিজের পেশাদারিত্বের পরিচয় দেন সৌমিতৃষা কুণ্ডু। লাঞ্চের পর যখন পরিচালক তাঁর খোঁজ নেন, তখন অভিনেত্রী জানান তিনি এক ঘণ্টা বিশ্রাম নিলেই আবার শট দিতে পারবেন। অবাক করা বিষয়, ঠিক এক ঘণ্টা পর তিনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে সেটে ফিরে আসেন এবং শুটিং শুরু করেন। পরিচালক অয়ন চক্রবর্তীর কথায়, এতদিনের কাজের অভিজ্ঞতায় এমন ডেডিকেশন খুব কমই দেখা যায়।
আরও পড়ুনঃ ‘গল্পের নায়ক হয়েও এতটা দুর্বল এবং অসহায় ঋষি চরিত্রটা, খুবই দুঃখজনক!’ এত বড় ব্যবসায়ী, তবুও আত্মবিশ্বাসের অভাব ঋষি ব্যানার্জির! ‘জোয়ার ভাঁটা’য় বারবার পরিবারকে এগিয়ে আসতে হয়, কেন সে নিজের পক্ষে দাঁড়াতে পারেন না? প্রশ্ন তুলেছেন দর্শকরা!
এদিকে মিঠাই ধারাবাহিকের পর আবার ছোটপর্দায় ফিরবেন কি না সেই প্রশ্নেও স্পষ্ট দরজা বন্ধ করেননি সৌমিতৃষা। তাঁর মতে, একজন অভিনেতার কাছে গল্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাধ্যম নয়। উল্লেখ্য, জানুয়ারি মাসের নয় তারিখ থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কালরাত্রি দ্বিতীয় সিজন। এই সিরিজে সৌমিতৃষার পাশাপাশি অভিনয় করেছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র এবং স্বৈরিতি বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
