জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অনেক চরিত্র করেছি, কিন্তু এমন কখনও হয়নি!’ ‘একাত্ম হয়ে যাচ্ছি, নিজের মধ্যে পরিবর্তন অনুভব করছি!’ রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করতে গিয়ে, এ কেমন অভিজ্ঞতা? অভিনেত্রী অনিন্দিতা সাহা কপিলেশ্বরী, ভাগ করলেন অবশেষে!

ছোটপর্দায় কিছু চরিত্র থাকে, যেগুলো ধীরে ধীরে গল্পের সীমানা ছাড়িয়ে দর্শকের দৈনন্দিন আলোচনার অংশ হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ঠিক তেমনই এক চরিত্র হচ্ছে ‘রাজলক্ষ্মী সিংহ রায়’। যার কথা বলার ভঙ্গি থেকে শারীরিক অভিব্যক্তি, সবেতেই যেন মার্জিত এবং আভিজাত্যের ছোঁয়া। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে এই চরিত্রকে কেন্দ্র করেই এখন বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।

এই চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ‘অনিন্দিতা সাহা কপিলেশ্বরী’ (Anindita Saha Kapileshwari)। দীর্ঘদিন ধরে টেলিভিশনে কাজ করলেও, এমন মাত্রার প্রতিক্রিয়া আগে খুব একটা পাননি বলে নিজেই জানাচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, দর্শক তাঁকে আগেও দেখেছেন ঠিকই, কিন্তু এই ধারাবাহিক এবং রাজলক্ষ্মীর চরিত্র তাঁকে আলাদা করে সামনে এনে দিয়েছে। ধারাবাহিকটি এমনিতেই এখন আলোচনার কেন্দ্রে, ফলে চরিত্রটিও স্বাভাবিকভাবেই নজর কাড়ছে।

প্রসঙ্গত, অনেক ধারাবাহিকেই দেখা যায় যে শুরুতে চরিত্রের রূপরেখা একরকম থাকলেও গল্প এগোলে সেই চরিত্র বদলে যায়। কিন্তু রাজলক্ষ্মীর ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। ধীরে ধীরে চরিত্রের স্তরগুলো তৈরি হয়েছে, আর সেই সঙ্গে অভিনেত্রী নিজেও নাকি চরিত্রটার সঙ্গে আরও বেশি করে মিশে গিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তন অনুভব করছেন তিনি। অনিন্দিতার মতে, এই কাজটা তাঁর অভিনয়জীবনের একটি আলাদা অধ্যায় বলেই মনে হচ্ছে।

এই মুহূর্তে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে শাশুড়ি আর দুই বৌমার সম্পর্কের সমীকরণ। আর্যর স্ত্রী অপর্ণাকে ঠিক নিজের মেয়ের মতোই আগলে রাখছেন রাজলক্ষ্মী। কিন্তু এই দেখে ছোট বৌমা মানসীর মনে শ্বাশুড়ির প্রতি ক্ষোভ আর রাগ বাড়ছে আরও। তবে, পর্দার সম্পর্ক যেমনই হোক না কেন, বাস্তবে খুবই আন্তরিক বলে জানিয়েছেন অনিন্দিতা। বড় বৌমার চরিত্রে নবাগতা শিরিন পাল এবং ছোট বৌমার চরিত্রে দীর্ঘই পালের সঙ্গে কাজ করতে করতে তাঁদের তিনি নিজের সন্তানের মতোই ভাবতে শুরু করেছেন!

বাস্তব জীবনে মেয়ে পড়াশোনার জন্য দূরে থাকায়, সহ অভিনেত্রীর মধ্যেই মেয়েকে খুঁজে পাচ্ছেন তিনি। হাসি-মজা থেকে শুরু করে প্রয়োজনে বকাঝকা, সবটাই নাকি চলে আপন মনে। আগামী দিনে রাজলক্ষ্মীর চরিত্র কোন দিকে যাবে, সেটা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না অভিনেত্রী। চরিত্রটি ইতিবাচকই থাকবে নাকি গল্পে নতুন মোড় আসবে, সেই উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, এই মুহূর্তে রাজলক্ষ্মী এবং অনিন্দিতা, দু’জনেই ছোটপর্দায় নিজেদের জায়গা বেশ শক্তভাবেই তৈরি করে ফেলেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page