জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সমাজ মাধ্যমে চারটে ফলোয়ার বেশি থাকলেই, সম্মান পাওয়া যায় ন!’ ‘আমার সম্মান আছে, তাই ফলোয়ার্সের দরকার নেই!’ অনুষ্ঠানের মঞ্চ থেকে তীব্র বার্তা দেবের! তার উদ্দেশ্যে এই পরোক্ষ খোঁ’চা মেগাস্টারের?

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, দুর্গাপুজোয় বড় ধামাকা ‘দেশু’ (Desu) জুটির নতুন ছবি, আর বছরের শেষে ‘টনিক ২’। এই ত্রিমুখী পরিকল্পনাকে কার্যত সামনে রেখেই ২০২৬ সালে নিজের কাজ শুরু করেছেন অভিনেতা ‘দেব’ (Dev)। অভিনয়ের পাশাপাশি তাঁর উপস্থিতি, কথাবার্তা আর দৃষ্টিভঙ্গিও যে আজ বহু মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ অনুষ্ঠানে দেবের উপস্থিতিই যেন তার প্রমাণ দিল।

অনুষ্ঠানের দিন তাঁকে এক ঝলক দেখতেই চারদিক থেকে ভিড় জমে যায়। সমাজ মাধ্যমে তিনি যে কতটা জনপ্রিয়, তা বাস্তবেও চোখে পড়ে। তবুও দেব নিজে বরাবরই নিজেকে ভক্তদের খুব কাছের মানুষ হিসেবেই তুলে ধরেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি এদিন জানেন, জনপ্রিয়তা ক্ষণস্থায়ী হলেও মানুষের ভালবাসা আর সম্মান অনেক বেশি মূল্যবান। সেই জায়গা থেকেই তিনি নিজের ভাবনাগুলো সবার সঙ্গে ভাগ করে নেন।

দেব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য তিনি কখনও কোনও কাজ করেন না! তাঁর মতে সমাজ মাধ্যমে হোক বা বাস্তব জীবন, সংখ্যার পিছনে দৌড়নো কোনও লক্ষ্য হওয়া উচিত নয়। বরং নিজের কাজ আর আচরণের মাধ্যমে সম্মান অর্জন করাই আসল। “ফলোয়ার অনেকেরই থাকতে পারে, কিন্তু সম্মান সবাই পায় না” এই কথাটা খুব সহজভাবে কিন্তু গভীর অর্থ নিয়ে বললেন তিনি এদিন। যদিও কার দিকে এই পরোক্ষ খোঁচা, সেটা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, শুধু তারকাদের কথা নয়। পর্দার বাইরেও একজন মানুষের জীবনে কী আদর্শ থাকা দরকার, সেটাও তুলে ধরলেন। তিনি বললেন, “যদি নিজের আত্মসম্মান বজায় থাকে, তাহলে মাথা উঁচু করেই চলা যায়। সাফল্যের পথে হাঁটতে গেলে ধৈর্য আর সততা সবচেয়ে বড় সম্বল। ফলোয়ারের সংখ্যা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের কাজটা ঠিকভাবে করলে, মানুষ আপনাতেই পাশে এসে দাঁড়াবে।” এদিন তিনি স্পষ্ট করে দিলেন যে এই বিশ্বাসেই এতদিন চলছেন।

সব মিলিয়ে দেবের কথাবার্তা শুনে এইটুকু স্পষ্ট অনুমান করেই যায় যে জনপ্রিয়তার বাইরে দাঁড়িয়ে তিনি জীবনের মূল জায়গাগুলোকে কতটা গুরুত্ব দেন। সামনে একাধিক ছবি মুক্তির অপেক্ষায়, কাজের চাপ বাড়লেও তাঁর দৃষ্টিভঙ্গি কিন্তু একই রকম স্থির! অভিনয় যেমন তাঁর পেশা, তেমনই মানুষের সঙ্গে সৎ সম্পর্ক গড়ে তোলাও তাঁর কাছে সমান জরুরি আর সম্ভবত এখানেই দেবের আলাদা হয়ে ওঠার আসল কারণ।

Piya Chanda

                 

You cannot copy content of this page