সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে, যাঁরা হলে গিয়ে ছবি দেখেছেন তাঁরাও ভালো বলছেন, তবু বক্স অফিসে সেই প্রতিফলন নেই। নতুন বছরের শুরুতেই অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত নারী চরিত্র বেজায় জটিল যেন দর্শকের খোঁজে ধুঁকছে। একদিকে দেবের প্রজাপতি টু ঝড়ের মধ্যেও ডানা মেলেছে, অন্যদিকে শুভশ্রী ও কোয়েলের ছবিও মোটের উপর ভালো ব্যবসা করেছে। সেখানে দাঁড়িয়ে এই ছবির ফাঁকা হল সত্যিই প্রশ্ন তুলছে। প্রশংসা আর ব্যবসার মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, তা চোখে পড়ার মতো।
বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইটের প্রাথমিক হিসেব অনুযায়ী প্রথম চার দিনে ছবির মোট আয় মাত্র পনেরো লক্ষ টাকা। প্রথম দুদিনে সাত লক্ষ টাকা আয় হলেও রবিবারেও তেমন কোনও বড় লাফ দেখা যায়নি। ওই দিন টিকিট বিক্রি হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকার। সোমবার পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়, সেদিন ছবির আয় নেমে আসে মাত্র তিন লক্ষে। সংখ্যাগুলোই বলছে, দর্শকের উপস্থিতি কতটা কম।
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রযোজনায় এবং সুমিত ও সাহিলের পরিচালনায় তৈরি এই রোমান্টিক কমেডি ড্রামার গল্প ঘুরে বেড়ায় ঝন্টু নামের এক যুবককে ঘিরে। চারপাশের নারীদের জটিল মনস্তত্ত্ব বুঝতে গিয়ে সে বারবার বিপাকে পড়ে। হঠাৎই সে নারীদের মনের কথা শোনার এক অদ্ভুত ক্ষমতা পেয়ে যায়। সেই ক্ষমতা তার জীবনে কী কী হাসি কান্না আর অদ্ভুত ঘটনার জন্ম দেয়, সেটাই ছবির মূল আকর্ষণ।
মূলত সরস্বতী পুজোয় মুক্তির পরিকল্পনা থাকলেও উৎসবের ভিড় এড়িয়ে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন অঙ্কুশ। সম্প্রতি একটি সামাজিক মাধ্যমে ভিডিওতে আক্ষেপের সুরে তিনি বলেন, দর্শক পাশে না থাকলে কতদিন শো রাখা যাবে তিনি জানেন না। তাঁর স্পষ্ট বক্তব্য, নিজের পকেট থেকে টাকা দিয়ে হল ভরানোর ক্ষমতা তাঁর নেই, ছবিতে যা ছিল সবটাই ঢেলে দিয়েছেন। কৃত্রিম ভাবমূর্তি তৈরি করতে তিনি রাজি নন বলেও জানান।
আরও পড়ুনঃ ‘সমাজ মাধ্যমে চারটে ফলোয়ার বেশি থাকলেই, সম্মান পাওয়া যায় ন!’ ‘আমার সম্মান আছে, তাই ফলোয়ার্সের দরকার নেই!’ অনুষ্ঠানের মঞ্চ থেকে তীব্র বার্তা দেবের! তার উদ্দেশ্যে এই পরোক্ষ খোঁ’চা মেগাস্টারের?
অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও সোহাগ সেন। ইতিবাচক রিভিউ পেয়েও কেন দর্শক হলে আসছেন না, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। অঙ্কুশ নিজেই জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তির কারণে এই বছরে আর কোনও ছবি প্রযোজনা করবেন না। মির্জার মতো আগের ছবির মতোই এই ছবিও প্রশংসা পেল, তবু বক্স অফিসে সাড়া না মেলায় হতাশা থেকেই যাচ্ছে।
