জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে অপেক্ষার অবসান! ‘মিঠিঝোরা’র পর দীর্ঘ বিরতির কাটিয়ে ফের ছোটপর্দায় ‘স্রোত’, স্বপ্নীলা চক্রবর্তী! নায়িকা হয়ে ফিরলেন প্রিয় অভিনেত্রী! দেখা যাবে কোন ধারাবাহিকে?

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবশেষে অবসান ঘটতে চলেছে। ছোটপর্দায় আবার নায়িকার ভূমিকায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী। একসময় মিঠিঝোরা ধারাবাহিকের স্রোতস্বিনী চরিত্রে দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হলেও সেই চরিত্রের আবেগ, প্রেম আর টান আজও দর্শকের মনে রয়ে গিয়েছে। তাই তাঁর প্রত্যাবর্তনের খবর শোনামাত্রই উৎসাহ বেড়েছে বহু গুণে।

মিঠিঝোরা চলাকালীন স্বপ্নীলা ও মৈনাক ঢোলের অনস্ক্রিন রসায়ন দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছিল। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব, খুনসুটি আর হাসি মজার মুহূর্ত বারবার আলোচনায় এসেছে। এই স্বাভাবিক সম্পর্কই তাঁদের অভিনয়কে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল বলে মনে করেন অনেকে। ধারাবাহিক শেষ হলেও সমাজ মাধ্যমে আজও বহু দর্শক তাঁদের আবার একসঙ্গে দেখতে চেয়েছেন।

এই আগ্রহেরই প্রতিফলন দেখা গিয়েছিল গত বছরের শেষ দিকে একটি মিউজিক ভিডিওতে। সিম্ফনি নামের সেই ভিডিওতে আবার একসঙ্গে দেখা যায় এই জনপ্রিয় জুটিকে। প্রচারের সময় নানা সাক্ষাৎকারে উঠে আসে তাঁদের পুরনো স্মৃতি আর বন্ধুত্বের গল্প। এতে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায় যে কবে আবার স্বপ্নীলা নিয়মিত ধারাবাহিকে ফিরবেন।

অবশেষে সেই অপেক্ষারই ইতি টানতে চলেছে নতুন খবর। স্বপ্নীলাকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে। গল্পে এসেছে বড়সড় সময়ের লিপ এবং সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর আগমন। তিনি অভিনয় করবেন নায়িকা শুভলক্ষ্মীর মেয়ের ভূমিকায়। নতুন চ্যানেল ও নতুন গল্পে তাঁকে দেখার উচ্ছ্বাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

একেবারে ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন স্বপ্নীলা। দর্শকরাও আশাবাদী তাঁর অভিনয়ের নতুন দিক দেখতে পাওয়া যাবে। পরিচিত মুখের প্রত্যাবর্তনে ধারাবাহিকের গল্পে আসবে নতুন মোড় ও আবেগের ছোঁয়া। ছোটপর্দার দর্শকদের কাছে এই কামব্যাক নিঃসন্দেহে একটি আনন্দের খবর হয়ে উঠেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page