অনুরাগীদের কাছে তিনি নিঃসন্দেহে মেগাস্টার, কিন্তু ব্যক্তিজীবনে দেব আজও পরিবারের ছোট্ট দীপকই রয়ে গিয়েছেন। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, বাবা মা এবং পরিবারের জন্য সময় বের করা তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। বহুবারই অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, তিনি যত বড় তারকাই হয়ে উঠুন, মায়ের চোখে তিনি সেই আগের মতোই আদরের ছেলে। তাই মায়ের জন্মদিন এলেই দেবের আবেগ যেন আরও বেশি করে প্রকাশ পায়। রাত বারোটার ঘড়ি পড়তেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নেন তিনি, যেখানে ফুটে ওঠে মা ছেলের মিষ্টি সম্পর্কের নানা মুহূর্ত।
চলতি বছর খাতায় কলমে দেবের মা ৬০ বছরে পা দিয়েছেন। সেই উপলক্ষে অভিনেতা ক্যাপশনে মজা করে লেখেন, মা সিনিয়র সিটিজ়েন ক্লাবে যোগ দিল। ৬০তম জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় মা। ছবিগুলিতে কখনও দেখা গেল রঘু ডাকাত ছবির শুটিং সেটে মায়ের সঙ্গে দেবকে, আবার কখনও পারিবারিক আড্ডায় হাসি ঠাট্টায় মেতে থাকতে। বাবা মা বোনের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আড্ডা থেকে শুরু করে কাশ্মীর ভ্রমণের স্মৃতিও উঠে এসেছে ছবির ফ্রেমে। প্রতিটি ছবিই যেন ভালোবাসা আর আন্তরিকতায় ভরা।
প্রতি বছরই দেব মায়ের জন্মদিন খুব কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া ভাবে পালন করেন। অভিনেতার কথায়, তিনি পরজন্মে বিশ্বাস না করলেও যদি সত্যিই এমন কিছু হয়, তাহলে তিনি চান প্রতিটি জন্মেই তাঁর মা যেন এই মানুষটিই হন। এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে মায়ের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। দেবের এই আবেগী পোস্টে অনুরাগীরাও উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং মা ছেলের সুন্দর সম্পর্কের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে সেই ছবিগুলি।
কাজের দিক থেকেও সময়টা দেবের জন্য বেশ ব্যস্ত। ২০২৫ সালের শেষে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি প্রজাপতি ২, যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। চলতি বছরেও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক নতুন ছবি। দেবকে খুব শিগগিরই দেখা যাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিতে, যেখানে করিমূল হকের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি তুলে ধরা হবে। তিনি বাইকে করে উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বহু প্রাণ বাঁচিয়েছেন। শোনা যাচ্ছে, এই ছবি স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে।
আরও পড়ুনঃ ‘অতীতকে ছেড়ে দিলেই নতুন করে বাঁচা যায়’, পিছুটান নয়, পরিবর্তনই জীবনের আসল শক্তি! একদশক পর ছোটপর্দায় ফিরতেই রণিতার ইঙ্গিতবাহী পোস্ট! প্রাক্তনকে উদ্দেশ্য করেই এই আত্মবিশ্বাসী বার্তা?
এ ছাড়াও দেব আরও কয়েকটি নতুন ছবির ঘোষণা করেছেন। ২০২৬ সালের পুজোয় শুভশ্রীর সঙ্গে তাঁর সপ্তম ছবি আসতে পারে বলে জোর গুঞ্জন চলছে। পাশাপাশি টনিক ২ এবং খাদান ২ ছবির কথাও শোনা যাচ্ছে। একদিকে যেমন কাজের সাফল্যে এগিয়ে চলেছেন দেব, অন্যদিকে তেমনই পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে যত্ন করে আগলে রাখছেন তিনি। মায়ের জন্মদিনে শেয়ার করা এই সুন্দর মুহূর্তগুলি আবারও প্রমাণ করল, তারকা হলেও দেবের জীবনে পরিবারের জায়গাটা সবার উপরে।
