সমস্ত জটিলতা কাটিয়ে এখন দুরন্ত গতিতে এগোচ্ছে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। গত ডিসেম্বর থেকে নতুন অপর্ণা হিসেবে শিরিন পালের আগমন দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। ধীরে ধীরে গল্পে ফিরেছে আবেগের ছন্দ। পর্দার বাইরেও আর্য অপর্ণার রসায়ন সমাজমাধ্যমে নজর কাড়ছে। তাঁদের মিষ্টি মুহূর্তে ভরে উঠছে অনুরাগীদের ফিড।
সম্প্রতি জিতু কামাল একটি সাদা কালো ভিডিও শেয়ার করেছেন, যেখানে চোখ বন্ধ করে একমনে গান গাইছেন শিরিন। সেই গান শুনে মুগ্ধ অভিনেতা আবেগঘন ক্যাপশনে লেখেন, এই ভিডিও তাঁর কাছে পুরনো বইয়ের পাতার গন্ধের মতো। রিল আর বুমরাংয়ের যুগে এমন মুহূর্ত যেন এক বিরল আনন্দ। তবে চমক ছিল অন্য জায়গায়, তিনি কৃতিত্ব দিয়েছেন শিরিনের মাকে।
ভিডিওর কমেন্ট বক্সেও সেই আবেগের প্রতিফলন দেখা যায়। জিতুকে ধন্যবাদ জানিয়ে শিরিন নিজেও তাঁর মায়ের উদ্দেশে কৃতজ্ঞতার বার্তা দেন। এই আন্তরিক আদানপ্রদান অনুরাগীদের মন ছুঁয়ে যায়। অনেকেই প্রশংসা করেন অভিনেত্রীর গলার সুর ও সংযমী পরিবেশনার। ছোট্ট এই মুহূর্তেই স্পষ্ট হয়ে ওঠে শিল্পীসত্তার প্রতি পরিবারের অবদান কতটা গভীর।
নতুন অপর্ণার সঙ্গে প্রথম দিকের দৃশ্যেও জিতুর সাবলীলতা নজর কাড়ে। শুরুতে সমাজমাধ্যমে কিছু সমালোচনা উঠলেও অভিনেতা শিরিনের পাশে দাঁড়িয়ে দর্শকদের নিজস্ব মত গঠনের আহ্বান জানান। তিনি বলেন, কাজ দেখেই বিচার করা উচিত এবং নতুন শিল্পীকে উৎসাহ দেওয়া প্রয়োজন। এই ইতিবাচক মনোভাবই শুটিংয়ের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুনঃ “মায়ের সামনে সবকিছু তুচ্ছ!” ৬০ বছরে পদার্পণ মায়ের, বিশেষ দিনে আবেগে ভাসলেন দেব! মেগাস্টার হলেও মায়ের কাছে এক্কেবারে ছোট ছেলে, ভাগ করলেন কোন স্মৃতি?
অন্যদিকে নতুন কাজ শুরুর আগে শিরিন নিজের সমাজমাধ্যমে লিখেছিলেন মায়ের দেওয়া উপদেশের কথা। জনপ্রিয় আর প্রিয়জন হওয়ার মধ্যে কোন পথ বেছে নেবেন তা নিজেকেই ঠিক করতে হবে। সেই বার্তা নিয়েই তিনি নতুন যাত্রা শুরু করেছেন। আশীর্বাদ আর ভালোবাসার শক্তিতে এগিয়ে চলার এই আত্মবিশ্বাস দর্শকদের মনেও নতুন প্রত্যাশা জাগিয়ে তুলেছে।
