জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘টলিউডের অন্দরের মন কষাকষি প্রকাশ্যে আনাটা কি খুব জরুরি?’ প্রশ্ন তুললেন ‘নিকষছায়া’র ‘অমিয়’! কেন এমন বললেন তিনি?

নিকষছায়া ২ সিরিজে একাধিক চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। এবার ভূতচতুর্দশীর বদলে সরস্বতীপুজোর আবহে গল্প এগোবে। পরিচালকের দায়িত্বে এসেছেন সায়ন্তন ঘোষাল। গৌরব চক্রবর্তী জানালেন, গল্পের মূল কাঠামো বদলায়নি। আগের পর্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই নতুন যাত্রা শুরু। চরিত্রের রূপ ও আবহ বজায় রেখেই গল্প এগিয়েছে।


পরিচালক বদল হলেও অভিনেতাদের মধ্যে কোনও অস্বস্তি তৈরি হয়নি বলেই দাবি গৌরবের। সায়ন্তন যথেষ্ট প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন, তাই কাজের পরিবেশ ছিল স্বচ্ছন্দ। আগেও তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকায় বোঝাপড়া সহজ হয়েছে। সিরিজের কেন্দ্রীয় চরিত্র ভাদুড়িমশাই হলেও অমিয় চরিত্রের গুরুত্ব কম নয়। এবার স্ত্রীর অপহরণ তাকে আরও রাগী ও অস্থির করে তুলেছে


গল্পে ভূত আর পুলিশের সহাবস্থান দর্শকের কৌতূহল বাড়াবে। রাত জেগে শুটিং হওয়ায় গৌরবের ঘুমের রুটিনও বদলে গেছে। বাস্তব জীবনে ভূতের অস্তিত্বে তিনি বিশ্বাসী নন, তবে পর্দার রহস্য উপভোগ করেন। চরিত্রের মানসিক টানাপোড়েনকে বাস্তবসম্মত করে তুলতেই তাঁর অভিনয়ে জোর দেওয়া হয়েছে। আবেগ আর উত্তেজনার মিশেলে গল্প এগোবে।


টলিউডের অন্দরের কোন্দল প্রকাশ্যে আনা উচিত কি না সেই প্রশ্ন তুলেছেন গৌরব। তাঁর মতে, যে কোনও পেশাতেই ভুল থাকে, কিন্তু তা প্রকাশ্যে আনলে সমস্যার সমাধান হয় না। নিজেদের মধ্যেই আলোচনা করে বিষয় মেটানো ভালো। দর্শক এসব দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারবেন না। তাই দায়িত্বশীল আচরণ জরুরি বলে মনে করেন তিনি।


নায়ক হওয়ার আকাঙ্ক্ষা নয়, ভালো অভিনেতা হওয়াই গৌরবের লক্ষ্য। বাবার মতো চরিত্রভিত্তিক অভিনয়ে তিনি স্বচ্ছন্দ। ধারাবাহিকে ফিরতে হলে শক্তিশালী চরিত্র চাই। নিকষছায়া ২ দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই তাঁর বিশ্বাস। রহস্য, আবেগ আর সম্পর্কের টানাপোড়েনে জমে উঠবে এই নতুন অধ্যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page