জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুই সুপারহিট নায়িকা এক ফ্রেমে! এবার একই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়! টলিউডে ডাবল ধামাকা ঘিরে তুঙ্গে উত্তেজনা, আসছে কোন ছবি? নায়ক হচ্ছেন কারা?

টলিউডে আবারও উত্তেজনার পারদ চড়ল। একই ছবিতে দেখা যেতে চলেছেন দুই জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, রাজ চক্রবর্তীর আসন্ন ছবি প্রলয় ২ তেই এই বিশেষ চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। যদিও এখনও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু গুঞ্জন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

শ্রাবন্তীর ঝুলিতে আগেও একাধিক জনপ্রিয় বিশেষ গান রয়েছে, যেমন কোকা কোলা বা ডাকাত পড়েছে। সেই ধারাবাহিকতাতেই এবারও তাঁকে দেখা যেতে পারে একটি জমজমাট গানের দৃশ্যে। অন্যদিকে শুভশ্রী নাকি এই ছবিতে অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে। দুজনের আলাদা উপস্থিতি হলেও একই ছবিতে তাঁদের দেখা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছে টলিপাড়া।

এই বিষয়ে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি শুটিংয়ে ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির শুটিং এখনও চলছে এবং টিম চমকটি আপাতত গোপন রাখতেই চাইছে। ফলে কবে আনুষ্ঠানিকভাবে খবর প্রকাশ্যে আসবে, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

কয়েক দিন আগে শুটিং সেটে দেখা গিয়েছিল খরাজ মুখোপাধ্যায়, পার্থ ভৌমিক ও সৌরসেনী মৈত্রকে। গল্প অনুযায়ী স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা একটি ভাড়াবাড়িতে কয়েক জন সন্দেহভাজন যুবকের খোঁজে উপস্থিত হন। বাড়ির মালিকের চরিত্রে রয়েছেন বলরাম পাণ্ডে, তাঁর সহকারী রিমিল সেন।

শুটিং হয়েছে শ্রীমানীবাড়ি ও সুকিয়া স্ট্রিট বাজার এলাকাতেও। শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি যদি সত্যিই শুভশ্রী ও শ্রাবন্তীকে দেখা যায়, তবে ছবির আকর্ষণ আরও কয়েক গুণ বেড়ে যাবে। এখন দর্শকরা অপেক্ষায়, কবে এই চমক আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।

Piya Chanda

                 

You cannot copy content of this page