জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সব মন্তব্যের জবাব দেওয়া আমার কাজ নয়”— ট্রোলিং- এর জবাব দিলেন রূপসা চ্যাটার্জি! পোশাক বিতর্ক থেকে মাতৃত্ব–অভিনয় সব নিয়ে মুখ খুললেন স্টার জি বাংলার ‘পরিনীতা’-র খলনায়িকা! ব্যস্ত জীবনে সবদিকটা কিভাবে সামলাচ্ছেন অভিনেত্রী?

পর্দার ঝলমলে আলো আর ক্যামেরার আড়ালে শিল্পীদের জীবন মোটেই সহজ নয়। জনপ্রিয়তা যত বাড়ে, ততই বাড়ে নজরদারি, সমালোচনা আর ট্রোলের চাপ। পোশাক থেকে ব্যক্তিগত জীবন—সবকিছু নিয়েই চলে কাটাছেঁড়া। বিশেষ করে মহিলা শিল্পীদের ক্ষেত্রে এই চাপটা আরও বেশি। কাজ, সংসার, সন্তান—সবকিছুর ভার সামলে নিজেদের জায়গা ধরে রাখা যে কতটা কঠিন, তা ভেতরে না থাকলে অনেকেই বুঝতে পারেন না।

এই বাস্তবতার মধ্যেই ছোট পর্দার জনপ্রিয় মুখ রূপসা চ্যাটার্জি বর্তমানে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিনীতা’-তে। এই ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে একেবারে ভিন্নধর্মী, খলনায়িকা চরিত্রে। পর্দায় নেতিবাচক চরিত্রে থাকলেও বাস্তব জীবনে রূপসা বরাবরই সাবলীল ও স্পষ্টভাষী। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কখনও লুকোছাপা করেন না অভিনেত্রী।

বিনোদন জগতে রূপসা নতুন নন। বহু বছর ধরেই টেলিভিশনের পরিচিত মুখ তিনি। বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা পাকা করেছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি, যেখানে নিজের আনন্দ, পরিবার আর দৈনন্দিন মুহূর্তগুলো ভাগ করে নিতে ভালোবাসেন।

সম্প্রতি একটি ভিডিওতে ছেঁড়া পোশাক পরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। এই প্রসঙ্গে মুখ খুলে রূপসা জানান, জামাটি আদৌ সেভাবে ছেঁড়া ছিল না। ভিডিওটি বানানোর সময় তাঁর একেবারে ছোট ছেলেকে সামলাতে হচ্ছিল, সেই কারণেই পোশাকটি এমন হয়ে যায়। তিনি স্পষ্ট জানান, এসব মন্তব্যে তিনি কখনওই বেশি কান দেন না। কারণ, সবার বক্তব্যের উত্তর দেওয়া সম্ভব নয় বলেই তাঁর বিশ্বাস।

এছাড়াও অভিনেত্রী জানান, এক বছরের সন্তানকে সামলিয়েই তিনি আবার অভিনয় জগতে ফিরেছেন। অভিনয়ই তাঁর নেশা ও পেশা—এটাই তাঁর পরিচয়। বিয়ে ও সন্তানের পর কাজ সামলানোকে তিনি সমস্যা নয়, বরং আশীর্বাদ হিসেবেই দেখেন। অনেকের ধারণা থাকে, সন্তানের পর শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়ে, কিন্তু রূপসার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে। তাঁর কথায়, তিনি আরও রোগা ও সুন্দর হয়ে উঠেছেন, আর আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন নিজের পছন্দের পথে।

Piya Chanda

                 

You cannot copy content of this page