গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য টানাপড়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার ঝড় উঠেছে। সুনীতার অভিযোগ, অভিনেতা নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন এবং সন্তানদের প্রয়োজনের সময়েও পাশে দাঁড়াননি। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক ও জল্পনা। এমন পরিস্থিতিতে গোবিন্দের ভাইপো বিনয় আনন্দ মুখ খুলে বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে তুলে ধরলেন। তিনি স্পষ্ট জানালেন, কোনও বাবা ইচ্ছাকৃত ভাবে সন্তানের প্রতি অবহেলা করতে পারেন না, তবে সুনীতা যখন এমন কথা বলছেন, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা দরকার। তাঁর বক্তব্যে আবেগ যেমন ছিল, তেমনই ছিল বাস্তবতার ছোঁয়াও।
বিনয়ের কথায়, গোবিন্দ তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষক। ছোটবেলা থেকেই কাকার কাছ থেকে তিনি শিখেছেন জীবনকে কী ভাবে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে সামলাতে হয়। সময় ও পরিস্থিতি মানুষের ভাবমূর্তি বদলে দিতে পারে, এই উপলব্ধিও তিনি কাকার কাছ থেকেই পেয়েছেন। কখনও মানুষ খুব ভালো বলে বিবেচিত হয়, আবার কখনও পরিস্থিতির চাপে খারাপ বলেও মনে হতে পারে। বিনয়ের মতে, এই ওঠানামার মধ্য দিয়েই জীবনের আসল শিক্ষা পাওয়া যায় এবং গোবিন্দ নিজেও বহু কঠিন সময় পার করে সেই উপলব্ধিতে পৌঁছেছেন।
গোবিন্দের কর্মজীবনের উত্থান পতনও বিনয়ের বক্তব্যে উঠে এসেছে। একসময় টানা কয়েক বছর অভিনয় জগত থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতাকে। সেই সময় মানসিক চাপ ও অনিশ্চয়তা তাঁকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল বলেই বিনয়ের দাবি। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে শক্ত মানুষও ভেঙে পড়তে পারেন, এটাই বাস্তব। এই অভিজ্ঞতা থেকেই গোবিন্দ তাঁকে শিখিয়েছেন ধৈর্য ধরতে এবং সময়ের উপর ভরসা রাখতে। জীবনের প্রতিটি অধ্যায় যে শিক্ষা দিয়ে যায়, তা বিনয়ের কথায় স্পষ্ট হয়ে উঠেছে।
বিনয় বড় হয়েছেন গোবিন্দের বাড়িতেই। তাঁর কাছে কাকা বাবার মতো আর কাকিমা মায়ের মতোই আপন। তাই তাঁদের সম্পর্কের অবনতি বা পারিবারিক অশান্তি তিনি কোনওভাবেই কামনা করেন না। তিনি চান, পরিবারে শান্তি ও সমঝোতা ফিরে আসুক। এই আবেগঘন কথাগুলির মধ্যেই বোঝা যায়, পরিবারের সদস্য হিসেবে তিনি দু পক্ষের প্রতিই শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল। সম্পর্কের জটিলতা সত্ত্বেও ভালবাসা ও কৃতজ্ঞতার জায়গা যে অটুট, সেটাই তাঁর বক্তব্যে ফুটে উঠেছে।
আরও পড়ুনঃ ‘এই বয়সের ফারাকই আমাদের আরও পরিণত করেছে!’ রণজয়ের সঙ্গে ১৩ বছরের ব্যবধান বিতর্কে, স্পষ্ট বার্তা শ্যামৌপ্তির! আড়ম্বর নয়, ভালবাসাই অগ্রাধিকার, বিয়ের প্রস্তুতি নিয়ে কী জানালেন তিনি?
এদিকে গোবিন্দ সম্প্রতি দাবি করেছেন, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই প্রসঙ্গে বিনয়ের মত, নিশ্চয়ই কোনও কারণ রয়েছে বলেই অভিনেতা এমন মন্তব্য করেছেন। রাজনীতিতে যুক্ত থাকার ফলে বিরোধিতা ও সমালোচনা স্বাভাবিক বলেই তিনি মনে করেন। প্রচারের আলোয় থাকলে নানা রকম নেতিবাচক প্রচেষ্টার মুখে পড়তে হয়। সব মিলিয়ে এই বিতর্কে একদিকে যেমন অভিযোগ ও পাল্টা বক্তব্য, অন্যদিকে রয়েছে পরিবারের আবেগ, স্মৃতি ও সম্পর্কের গভীরতা, যা পুরো ঘটনাটিকে আরও মানবিক করে তুলেছে।
