বাংলা টেলিভিশনের কিছু ধারাবাহিক সময় পেরিয়েও দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। ঠিক তেমনই একটি ধারাবাহিক হল সন্ধ্যাতারা। অনেক দিন আগেই এই ধারাবাহিক টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে, তবে এর গল্প ও চরিত্র আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা হাজরা ও সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ও আকাশনীলের জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। তবে মুখ্য জুটির পাশাপাশি তারা ও আকাশনীলের সম্পর্কও আলাদা করে নজর কাড়ে। তারা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অমৃতা দেবনাথ।
দীর্ঘদিন পর আবার এক ফ্রেমে দেখা গেল তারা ও আকাশনীলকে, অর্থাৎ অমৃতা দেবনাথ ও সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের একসঙ্গে দেখে পুরনো দিনের স্মৃতিতে ফিরে গিয়েছেন বহু দর্শক। অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ উঠেছে এই পুনর্মিলন ঘিরে।
সরস্বতী পুজো উপলক্ষে পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে পুজোর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন অমৃতা ও সৌরজিৎ। পুজোর আনন্দের মুহূর্তে তোলা তাঁদের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া হয়।
আরও পড়ুনঃ টলিউডের সুপারস্টার জিৎ পদত্যাগ করলেন আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির আসন থেকে! ফোরামের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে কি থাকবেন মেগাস্টার দেব?
ছবিটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে। অনেকেই মন্তব্য করেন, আবার যদি এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যায়, তবে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য বড় চমক হবে। সন্ধ্যাতারার তারা ও আকাশনীলের এই একফ্রেমে ফেরা প্রমাণ করল, কিছু চরিত্র ও জুটি কখনও পুরনো হয় না।
