জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হ্যান্ডসাম ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আমাদের মিঠাই!তাহলে পয়লা বৈশাখে নতুন প্রেমের আগমন সৌমির জীবনে?

ইন্ডাস্ট্রিতে কখনও কেউ বন্ধু হয় না- এ ধারণাকে এবার মিথ্যে প্রমাণ করলেন মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। এবার তিনি নিজেই নিজের প্রিয় বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন।

অভিনেতা শুভজিৎ সাহার সঙ্গে একটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে আরো একবার প্রিয় বন্ধুর সঙ্গে সকলের পরিচয় করালেন নায়িকা। শুভজিৎ সাহা এবং সায়ক চক্রবর্তীর সঙ্গে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় মিঠাইকে। মাঝেমধ্যে সেই ছবিগুলো আবার শেয়ার করেন তিনি।

শুভ্রজিৎ এবং সৌমিতৃষা দুজনেই তাদের দুটি ছবি পোস্ট করে সকলের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করলেন।

সৌমীকে জিগরি দোস্ত বলে উল্লেখ করলেন শুভ্রজিৎ। সেই ছবির নিচে সৌমীতৃষা লেখেন যে তাঁকে প্রিয় বন্ধু হিসেবে পেয়ে খুব সৌভাগ্যবতী তিনি। জীবনের অন্যতম কঠিন সময়েও পাশে থাকার জন্য শুভ্রজিৎকে আবার ধন্যবাদ জানালেন সৌমী।

অভিনেতা-অভিনেত্রীদের ভালো মুহূর্ত গুলো দর্শকদের সামনে এলে সেই মুহূর্তগুলোর সাক্ষী থাকেন দর্শকরাও। তাই দুজনের এই সুন্দর মুহূর্তের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও।

অনেকেই ছবি দেখে নিচে কমেন্ট করেছেন যে তাঁরা আসলে প্রেম করছেন নাকি। তবে এর আগেও বারবার সৌমী বলেছেন যে তাঁরা শুধুই ভালো বন্ধু। সঙ্গে এও জানিয়েছেন মনের মানুষের সঙ্গে দেখা হলে তিনি নিজেই সবাইকে সেই সুখবর দেবেন।

আপাতত জীবনের পরম বন্ধুদের নিয়ে ভালোই কাটছে নায়িকার জীবন। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেই শুধুই প্রতিযোগিতা নয় এমনভাবে বন্ধুত্ব‌ও গড়ে ওঠে, সেই তথ্য বিরল। কোন কারনেই এই বন্ধুত্ব যেন নষ্ট না হয় সেই কামনা করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page