জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জনপ্রিয় টিভি ‘শো সত্যমেব জয়তে’ নিয়ে আমির খানের বড় মন্তব্য! ১২ বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন অভিনেতা?

বলিউডে আমির খান মানেই নিখুঁততার আরেক নাম। অভিনয় হোক বা প্রযোজনা, প্রতিটি কাজেই তিনি নিজের সেরাটা উজাড় করে দেন। তবে রুপোলি পর্দার বাইরেও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। সমাজ সচেতন টেলিভিশন শো সত্যমেব জয়তে এক সময় দর্শকদের মন জয় করেছিল। তাই দীর্ঘ বারো বছর পর এই অনুষ্ঠান ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনটি সিজনে সম্প্রচারিত এই শো সমাজের নানা গভীর সমস্যাকে সামনে এনেছিল। শিশু অধিকার, নারী নির্যাতন, পণপ্রথা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল আলোচনায়। শুধু সমস্যার কথা নয়, সমাধানের পথও দেখিয়েছিল এই অনুষ্ঠান। সেই কারণেই দর্শকদের মনে আজও জেগে রয়েছে প্রশ্ন সত্যমেব জয়তে কি আবার ফিরবে ছোটপর্দায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট জানিয়েছেন, আপাতত এই শো ফেরার সম্ভাবনা নেই। তাঁর কথায়, সত্যমেব জয়তে টিমের অধিকাংশ সদস্য এখন পানি ফাউন্ডেশনের কাজের সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রে জল সংকট মোকাবিলা ও খরা প্রতিরোধই তাঁদের প্রধান লক্ষ্য। এই সামাজিক দায়িত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে সময়ের বড় অংশ সেখানেই ব্যয় হচ্ছে।

পানি ফাউন্ডেশন আমির খান গড়ে তুলেছেন কিরণ রাও, রীনা দত্ত ও সত্যজিৎ ভাটকলের সঙ্গে। এই সংস্থা জল সংরক্ষণ ও গ্রাম উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে। আমির নিজেও জানিয়েছেন, তিনি নিজের সময়ের বড় অংশ এই উদ্যোগে দেন। তাঁর জনপ্রিয়তা ও যোগাযোগ দক্ষতা এই কাজে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে বিশেষ সাহায্য করে।

সব মিলিয়ে বলা যায়, সত্যমেব জয়তে আপাতত না ফিরলেও সমাজ বদলের লড়াই থেকে আমির খান এক মুহূর্তের জন্যও সরে দাঁড়াননি। শুধু মাধ্যম বদলেছে, উদ্দেশ্য একই রয়েছে। তাই ভবিষ্যতে কখনও এই জনপ্রিয় অনুষ্ঠান ফিরে এলে দর্শকদের উত্তেজনা যে আরও বাড়বে, তা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page