জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সন্তান নিতে চাইতেন না, বরকে ছেড়ে রাত তিনটের সময় প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন! উত্তম কুমারের নাতনীকে নিয়ে মুখ খুললেন অভিনেতা ভাস্বর!

টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaskar Chatterjee)। ২০১৪ সালে তিনি উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু, বিবাহের কয়েক বছরের মধ্যেই নবমিতার সঙ্গে মনোমালিন্য শুরু হয় ভাস্বরের। শেষমেষ বিচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর হয়। কিন্তু কেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর মুখ খুললেন অভিনেতা।

নবমিতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে অকপট ভাস্বর

ভাস্বরের সঙ্গে নবমিতার এটি দ্বিতীয় বিয়ে ছিল। নিজেদের মধ্যে ঠিকঠাক বোঝাপড়া না হওয়ায় কারণেই নাকি আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এমনকি, পরিস্থিতি এমন পর্য়ায়ে পৌঁছে যায় যে, ভাস্বরের বাড়ি ছেড়ে ভবানীপুরের নিজের বাড়িতে এসে থাকতে শুরু করেন নবমিতা। বহুদিন ধরেই এই তারকা দম্পতি ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন। তবে, শুটিং শেষে আলাদা ভাবে বাড়ি ফিরতেন দুজনে।

এই সম্পর্কের ‌অবনতি নিয়ে ‌মুখে কুলুপ এঁটে ছিলেন দু’জনেই। বলেছিলেন, তাঁরা দু’জনেই বিপরীত মেরুর হওয়ায় বনিবনা হচ্ছিল না। নবমিতার বক্তব্য ছিল, প্রথম থেকেই শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। কারণ, ছোট থেকে যেই পরিবেশে বড় হয়েছেন, শ্বশুরবাড়ির পরিবেশ ছিল তার থেকে অনেক আলাদা। সেটা বুঝতেই নাকি সময় লেগেছিল তাঁর।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্বর নবমিতার বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বলেছেন, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ফাটল ধরিয়েছিল দাম্পত্যে। মিথ্যে কথা বলে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতেন নবমিতা। রাত তিনটের সময় প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। ঘটনাগুলির প্রবাহ সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করে।

অভিনেতা আরও বলেছেন, পরবর্তীতে আবার ভাস্বরের কাছে ফিরতে চেয়েছিলেন নবমিতা। কিন্তু বিয়ে করতে চাননি। তিনি লিভ ইন করতে চেয়েছিলেন। এই কথায় সম্পূর্ণ না ছিল ভাস্বরের। তাঁর কথায়, একটা মানুষের যদি এত সমস্যা থেকে থাকে তাহলে তাঁর কাছে আবার ফিরতে চাইবে কেন? এমনকি প্রাক্তন প্রেমিকের সঙ্গে রাত তিনটের সময় বাড়ি ছেড়েছিলেন নবমিতা বলেও জানিয়েছেন অভিনেতা। যদিও বর্তমানে একাই থাকেন অভিনেতা। ‌’হ্যাপিলি সিঙ্গেল’ বলে নিজেকে অভিহিত করেছেন। নিজের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে অতীত ভুলে রয়েছেন তিনি।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page