জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফিরছেন ‘রানীমা’ দিতিপ্রিয়া রায়! বিপরীতে টেলিভিশনের দুই দারুণ জনপ্রিয় নায়ক! কোন চ্যানেলে আসছে অভিনেত্রীর নতুন মেগা?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অনেক ছোটবেলা থেকেই
লাইমলাইটের জগতে কাজ করছেন তিনি। বেশ কিছু ধারাবাহিককে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন দীতিপ্রিয়া। তবে জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের রানিমার চরিত্রে অভিনয় করার পর আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেন তিনি। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর সকলেই চাইছিলেন আবার কামব্যাক করুক অভিনেত্রী। ‌

নতুন কাজ নিয়ে ফিরছেন দিতিপ্রিয়া রায়!

তবে, এরপর থেকে আর সিরিয়ালে ফিরতে দেখা যায়নি দিতিপ্রিয়াকে। ‌টেলিভিশনের ‘রানীমা’ কাজ করেছেন বড় পর্দায়। তবে দর্শকদের সুখবর দিয়ে আবার নতুন কাজ নিয়ে ফিরতে চলেছেন তিনি। এখন সকলের মনে প্রশ্ন ঘোরাফেরা করছে, কোন চ্যানেলের কোন ধারাবাহিকের মাধ্যমে ফিরবেন সকলের প্রিয় অভিনেত্রী।

কিছুদিন আগে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ফেরার কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ধারাবাহিক থেকে সরে যান অভিনেত্রী। আর সেই খবর শুনে রীতিমতো হতাশ হয়েছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। তাই এবার, সকলের আশা পূরণ করতে ফিরছেন তিনি।

ছোটপর্দা নয়। বড়পর্দাতেই আসছে দিতিপ্রিয়ার পরবর্তী প্রোজেক্ট। এবার দু’জন জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন দিতিপ্ৰিয়া। পোস্টে রয়েছে নয়া সিনেমার ফার্স্ট লুক। দেখা যাচ্ছে, দিতিপ্রিয়ার দু’পাশে দাঁড়িয়ে শন ব্যানার্জি ও ঋষভ বসু।

আসন্ন ছবির নাম ‘যদি এমন হত’। ক্যাপশনে লেখা, ‘পরিচয় একই… কিন্তু মানুষটা বদলে যেত! যদি এমন হতো!’ সাইকোলজিক্যাল রোম্যা ্টিক ঘরানার এই সিনেমার প্রযোজনায় করছে ইস্কি মুভিজ। ছবিটির পরিচালনা করছেন রবীন্দ্র নাম্বিয়ার। দিতিপ্রিয়া, শন ও ঋষভ ছাড়াও ছবির অন্যান্য ভূমিকায় দেখা মিলবে শান্তিলাল মুখার্জি, প্রিয়া কারফা, সাতাফ ফিজারের।

TollyTales NewsDesk