Connect with us

Entertainment

“মায়ের গর্ব হবে”! ২০০০ গরীব মানুষকে খাইয়ে জন্মদিনে বিশাল আয়োজন কৌশানীর

Published

on

KOUSHANI

শুদ্ধ জন্মদিন হলো টলিউড অভিনেত্রী কৌশানী চক্রবর্তীর। ধুমধাম করে আয়োজন করে কেক কেটে টলিউড তারকাদের উপস্থিতিতে পার্টিতে সেলিব্রেট করলেন অভিনেত্রী এবং তাঁর প্রেমিক ও অভিনেতা বনি সেনগুপ্ত। তবে বিশেষ দিনটি একদম অন্যভাবে শুরু করেছিলেন অভিনেত্রী। এবার সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

নায়িকার জন্মদিন ছিল বুদ্ধ পূর্ণিমার দিনে। তাই এই বিশেষ দিনে ২০০০ গরিব মানুষকে পেটভরে খাওয়ালেন তিনি। নিজে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করেছেন অভিনেত্রী। হালকা গোলাপি রঙের সাবেকি পোশাক পরেছিলেন তিনি। ভগবানকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন।

ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন কৌশানী। ২০০০ মানুষকে ভোগ খাওয়ানো এবং তাদের আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়েই সুন্দর দিনের সূচনা করলেন অভিনেত্রী, এমনটাই লিখলেন ক্যাপশনে। পাশাপাশি লিখলেন এই নিয়ে নিশ্চয়ই গর্ব অনুভব করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

সদ্য মাতৃহারা হয়েছেন কৌশানী। মাকে ছাড়া এটা প্রথম জন্মদিন নায়িকার। তাই মন খারাপ তো ছিল তবে একেবারে অন্যভাবে জন্মদিনটা কাটালেন তিনি। অন্যদিকে প্রেমিক বনি সেনগুপ্ত একটি সুন্দর ভিডিও শেয়ার করে নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন এই বিশেষ দিনে।