জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তড়িঘড়ি বিয়ে! একমাসের মধ্যেই প্রেগন্যান্ট রূপসা! কাঞ্চন-শ্রীময়ীর মতোই সন্তান আসার খবর লুকিয়ে ছিলেন অভিনেত্রী?

টলিউড তারকা রূপসা (Rupsa) এবং সায়নের (Sayan) জীবনে এলো এক বড়ো সুখবর। দীর্ঘ একবছর আগে আইনি বিয়ের পর, তাঁদের জমকালো সামাজিক বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। কিন্তু মাত্র একমাসের মধ্যেই তাঁরা জানালেন, তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। শিশু দিবসের (Children’s Day) দিন নিজেদের জীবনের এই খুশির খবরটি শেয়ার করলেন তাঁরা। গোলাপী এবং নীল রঙের কেক কেটে এই আনন্দ উদযাপন করেন।

মা হচ্ছেন রূপসা! চাইলেন সবার আশীর্বাদ

সমাজ মাধ্যমে রূপসা লিখেছেন, “এবার থেকে প্রতিটা শিশু দিবস আমাদের জন্য অন্যরকম হবে। কারণ, আমাদের জীবনে জুনিয়র আসছে। সবাই আমাদের আশীর্বাদ এবং ভালবাসা দিন।” পোস্টের সঙ্গে ছোট্ট জুতোর ছবি এবং হাতে কেক নিয়ে কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেন। তাঁদের এই সুখবর শোনার পর টলিউড জুড়ে তাঁদের শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে। তবে পাশাপাশি শুরু হয়েছে জল্পনা।

বিয়ের একমাসের মধ্যেই সন্তানের খবর শুনে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ তো সরাসরিই বলছেন, “তাহলে কি রূপসা বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন?” টলিপাড়ায় এমন গুঞ্জন নতুন নয়। কিছুদিন আগেই কাঞ্চন (Kanchan) এবং শ্রীময়ীর (Sreemoyee) সন্তানের আগমন নিয়ে একইরকম প্রশ্ন উঠেছিল। তাঁদের ফেব্রুয়ারিতে বিয়ে এবং নভেম্বরে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল।

রূপসার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে অনেকে তাঁকে শুভেচ্ছা জানালেও, এই গুঞ্জন বন্ধ হচ্ছে না। অনেকে বলছেন, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। আবার অনেকে এই সময়সীমা নিয়ে সমালোচনা করছেন। রূপসা এবং সায়ন কিন্তু এসব আলোচনা নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। বরং নিজেদের জীবনের বিশেষ মুহূর্তগুলো উদযাপনেই মগ্ন তাঁরা।

যদিও এই ধরনের গুঞ্জন নতুন কিছু নয়, তবে রূপসা এবং সায়নের জুনিয়রের আগমনের খবর টলিপাড়ায় বড়ো আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁদের এই সিদ্ধান্তকে কেউ কেউ সাহসী পদক্ষেপ বলছেন, আবার অনেকে সমালোচনা করছেন। তবে রূপসা এবং সায়নের ভক্তরা চাইছেন, তাঁদের এই নতুন জীবনের জন্য সব ধরনের আশীর্বাদ। জুনিয়রের আগমন তাঁদের জীবনকে আরও রঙিন করবে, তাতে সন্দেহ নেই।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page