জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দা থেকে দীর্ঘ বিরতির পর অবশেষে ফিরছেন তিনি! ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ দিয়ে ফের ছোটপর্দায় সুদীপ্তা

বাংলা টেলিভিশনের পর্দায় নন-ফিকশন শোয়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সান বাংলা ( San Bangla)এবার নতুন এক গেম শো নিয়ে হাজির হচ্ছে, যা একেবারেই অন্যরকম। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নামক এই শোটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং মহিলাদের জন্য একটি স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে। বাংলার যে কোনও মহিলা অডিশনের মাধ্যমে এই শো-তে অংশগ্রহণ করতে পারবেন, যেখানে তাঁরা তাঁদের প্রতিভার মাধ্যমে জিতে নিতে পারবেন নগদ পুরস্কার।

এবার সঞ্চালিকার ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী!

এই গেম শোটি মোট চারটি রাউন্ডে খেলা হবে, যেখানে প্রতিটি রাউন্ডের শেষে থাকছে নগদ পুরস্কার জেতার সুযোগ। এবং একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনী পাবেন এক লক্ষ টাকার বিশাল পুরস্কার! প্রতি পর্বে তিনজন মহিলা প্রতিযোগী অংশ নেবেন, এবং সান বাংলার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কোনো প্রতিযোগীকেই খালি হাতে ফিরতে হবে না। শো-টির মূল উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর হওয়ার পথে উৎসাহিত করা এবং তাঁদের স্বপ্নপূরণের জন্য একটি উপযুক্ত মঞ্চ প্রদান করা।

এই শো-এর আরও এক বড় আকর্ষণ হল সঞ্চালিকা! বহুদিন ধরেই টেলিভিশনের পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তাঁর ফিরে আসার খবরেই দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে। নানান জল্পনা চলছে—কীভাবে এবং কবে ফিরছেন তিনি? সঞ্চালনার দায়িত্বে কে রয়েছেন, তা নিয়ে নানা মত চলছে টেলিভিশন মহলে। বিশেষ করে তাঁর সঞ্চালনায় শোটি যে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

তাহলে, এই জনপ্রিয় অভিনেত্রী কে, যিনি এতদিন পর্দা থেকে দূরে থেকে এবার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মাধ্যমে প্রত্যাবর্তন করছেন? বহুবার সুযোগ আসা সত্ত্বেও শেষমেশ কাজ করতে পারেননি, কিন্তু এবার তিনি রাজি হয়ে গেছেন। টেলিভিশনের সেই প্রিয় মুখ আর কেউ নন, তিনি হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty )।

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই বিশেষ শোয়ের প্রস্তাব পেয়ে সুদীপ্তা এক ফোনেই রাজি হয়ে যান! সুদীপ্তা জানিয়েছেন, ‘সঞ্চালনার ইচ্ছে ছিল অনেকদিনের, কিন্তু এবার সবকিছু মিলে গেল।’ ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ সুদীপ্তার সঞ্চালনার মাধ্যমে নতুন দিক দেখতে চলেছে বাংলা টেলিভিশন।

TollyTales NewsDesk