Connect with us

    Entertainment

    অ্যাঞ্জি আর তোর্সা দুই বোন! মিঠাইয়ের এই ধামাকাদার ঘটনা নিয়ে হইচই নেট দুনিয়ায়

    Published

    on

    জি বাংলার অনতম বিখ্যাত ধারাবাহিক মিঠাই এবার অন্য রূপে ফিরে এসেছে। মিঠাইয়ের স্বামী সিদ্ধার্থের মৃত্যুর পর এবার সে রিকি হয়ে ফিরে এসেছে। কিন্তু সেটা জানে না কেউ। এমনকি তার স্ত্রী মিঠাই নিজেও বুঝতে পারছে না এই সত্যিটা।

    তবে এত বড় টুইস্ট আনার পর নির্মাতারা মনে করেছিল ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ উঁচুতে থাকবে। কিন্তু রিকির পাগলামি ভালো লাগছে না দর্শকদের। আসল হত্যা কর্তা কে সেই বিষয়ে কেউ নজর দিচ্ছে না বলে রাগ নেট দুনিয়ার।

    এদিকে আবার গল্পে এসেছে প্রিয়াঞ্জনা যে নাকি রিকির প্রেমিকা। যদিও এটা রিকি কাউকে বলেনি তবে অ্যাঞ্জি নাকি তাকে বাঁচাতেই এমন করেছে বলে জানা গেছে।

    মনে মনে সে পণ করে নিয়েছে যে রিকি আর মিঠাইকে কাছাকাছি আসতে দেবে না। তাদের বাবা-মাও এতে সাথ দিচ্ছে কারণ মিউজিক কোম্পানিকে প্রতিষ্ঠা করে দিয়েছে রিকি। সেইজে মিঠাইয়ের সিদ্ধার্থ সেটা প্রমাণিত হলে লোকসান হবে তাদের।

    এদিকে আবার তোর্সার সঙ্গে ভাব জমিয়েছে প্রিয়াঞ্জনা। এদিকে লোকে বলছে রতনে রতন চেনে। দুজনই চায় মিঠাই আর সিডকে একে অপরের থেকে দূরে রাখতে। এবার আবার দর্শকরা বলে বেড়াচ্ছে যে এরা দুজন নাকি বোন। এই খবর সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু ভেবে দেখুন এমনটা সত্যি হলে দেখা যাবে যে দুই বোন একই মানুষের পেছনে পড়ে রয়েছে।

    কিন্তু এটা সত্যি নয়। দুজনের স্বভাব প্রায় এক। তারা ফাস্টফুড খায় না। আবার হল্লা পার্টিকে পছন্দ করে না। মিঠাইয়ের ক্ষতি করার জাল বুনছে। তাই তাদের দুই বোন বলছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।