জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে সঙ্গীত শিল্পী অন্তরা মিত্র! অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন গায়িকা! পাত্র কে জানেন?

বলিউড ও বাংলা সঙ্গীত জগতের পরিচিত মুখ অন্তরা মিত্র এবার জীবনসঙ্গী বেছে নিলেন। আজ, ২৫ নভেম্বর মঙ্গলবার, খুব বেশি সোশ্যাল মিডিয়া হইচই নয়, আলো–ঝলমলে সেলিব্রিটি ভিড় নয়—বরং একেবারে শান্ত, ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা চলছিল, আর শেষমেশ সেই জল্পনারই ইতি।

বিয়ের আগের অনুষ্ঠানও হয়েছে যথেষ্ট সাদামাটা ভাবে। ঠিক ২৪ নভেম্বর, রবিবার, আইবুড়োভাত খেয়েছেন অন্তরা। আর আজ বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটেই বসেছে অন্তরার বিবাহ অনুষ্ঠান। জানা গিয়েছে, এই অনুষ্ঠানটি কেবল নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হচ্ছে। কারণ একটাই—নিজের ব্যক্তিগত মুহূর্তটাকে একান্ত নিজের মতো উপভোগ করতে চান তিনি।

এতদিন প্রত্যেকের মনে প্রশ্ন—কার গলায় মালা দিতে চলেছেন ‘কিশোরী’ খ্যাত এই জনপ্রিয় গায়িকা? সূত্রের খবর, পাত্র কোনও গায়ক, সুরকার বা বিনোদন দুনিয়ার কেউ নন। তিনি তথ্যপ্রযুক্তি পেশার সঙ্গে যুক্ত। কিছুদিনের প্রেমের পরই এই সম্পর্ক বাঁধা পাচ্ছে বিবাহের সুতোয়। অর্থাৎ, এটি অ্যারেঞ্জ ম্যারেজ নয়—বরং প্রেম থেকেই পরিণয়।

বর্তমানে অন্তরা মিত্রকে দেখা যাচ্ছে ‘সারেগামাপা’য় বিচারকের ভূমিকায়। তবে বিয়ের কারণে কিছুদিন তিনি শো থেকে বিরতি নিতে পারেন বলে জানা যাচ্ছে। ব্যস্ত সঙ্গীত তালিকায় থেকেও বিগত কয়েক বছরে ‘কিশোরী’, ‘গেরুয়া’–সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি, আর সেই ছন্দেই এবার নতুন অধ্যায় শুরু করছেন জীবনে।

বিয়ের পরই নাকি মধুচন্দ্রিমায় উড়াল দেবে নবদম্পতি। তাই নভেম্বরেই নয়, ডিসেম্বরেই হবে তাঁদের রিসেপশন। একদিকে ক্যারিয়ার, অন্যদিকে ব্যক্তিগত জীবনের এই সুন্দর ভারসাম্য—ভক্তদের কাছেও তা যথেষ্ট আনন্দের খবর। অন্তরার নতুন পথযাত্রার জন্য আগাম শুভেচ্ছা রইল।

Piya Chanda

                 

You cannot copy content of this page