জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Arijit Singh; দেশ বিদেশে শো করেন, ঝুলিতে রকমারি সম্মান তবুও জিয়াগঞ্জের ঘরের ছেলে অরিজিৎ সিং! বডিগার্ড ছাড়াই সাধারণ গেঞ্জি-প্যান্টে অরিজিৎ এলেন কলেজের অনুষ্ঠানে! দেখে অবাক নেটপাড়া

নিজের গানে যেমন তিনি মাতিয়ে রেখেছেন গোটা বিশ্ব তেমন সুন্দর ব্যবহার। শুধু একজন নয়, বহু মানুষ এই গায়কের এই দুই গুণে মুগ্ধ। তিনি হলেন অরিজিৎ সিং। আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না তাঁর। দেশ বিদেশ জুড়ে এখন এই নাম বিরাজ করছে।

তবে সাধারণত ভালো গায়ক বা অভিনেতা হলেই যে ভালো মনের মানুষ হতে হবে এমনটা নয়। আর যাঁরা একবার তারকা হয়ে যান তাঁদের ক্ষেত্রে নিজেকে ধরে রাখা কঠিন। কিন্তু তার মধ্যে অরিজিৎ সিং নিজেকে সেই ভাবেই ধরে রেখেছেন একেবারে মাটির মানুষ হিসেবে।

news 3381

বহু জায়গায় এই প্রমাণ পাওয়া গিয়েছে। এর আগে স্কুটি নিয়ে নিজের সন্তানকে স্কুলে দিতে গিয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। এমন সাদামাটা মানুষ যিনি স্টারডমের পেছনে দৌড়ান না তেমন খুঁজে পাওয়া কঠিন।

এবার আবার গায়কের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে তিনি এক স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে। এমন ক্ষেত্রে দেখা যায় সামনের কোন তারকা খোলামেলা জায়গায় গেলে সঙ্গে থাকেন বহু দেহরক্ষী।

কিন্তু অরিজিৎ ব্যতিক্রম। একেবারে একাই দিয়েছেন তিনি। নেই কোনো বডিগার্ড। এমন ছবি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এটাই সত্যি। জিয়াগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং এ গিয়েছিলেন অরিজিৎ সম্প্রতি। সেখানে এক জাত তরুণ তরুণী ঘিরে ধরেছিল এই গায়ককে। তিনি কিন্তু একেবারেই বিরক্ত হননি বরং সকলের সঙ্গে মিশে গিয়েছিলেন। নিজের এলাকাতেই গিয়ে একেবারে নিজের মাটির সঙ্গে মিশে যাওয়া কিন্তু সেই সঙ্গে নিজের তারকাখচিত মনোভাব ভুলে যাওয়া এটা সহজ নয়।

এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গিয়েছে এবং বহু মানুষ প্রশংসায় পঞ্চমুখ অরিজিৎ সিং- এর। কমেন্ট বক্সে বেশিরভাগ মানুষ একটাই কথা লিখেছেন যে একেবারে মাটির মানুষ তিনি।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page