জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নায়ক তো নয় পাক্কা রোমিও!সুরভির সঙ্গে সম্পর্ক ভেঙে শার্লির প্রেমে বুঁদ অভিষেক

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) সেটে অভিনেত্রী শার্লি মোদক (Sharley Modak) ও নায়ক অভিষেক বোসের (Abhishek Bose) সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে প্রেম ও ব্রেকআপের নানা গল্প শোনা গেলেও, এবার এই জুটি নিয়ে চর্চা তুঙ্গে। শার্লি ও অভিষেক দুজনেই সম্প্রতি ব্রেকআপের পর এখন একসঙ্গে সময় কাটাচ্ছেন বলে শোনা যাচ্ছে। টেলি পাড়ার একাংশ মনে করছেন, তাদের ভাঙা মনের যন্ত্রণাই তাদের কাছাকাছি নিয়ে এসেছে। অভিষেকের সঙ্গে প্রেমের বিষয়ে জল্পনা নিয়ে শার্লি নিজেই মুখ খুলেছেন, কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নন তিনি।

শার্লির সঙ্গে প্রেম করছেন অভিষেক?

শার্লির জীবনেও সাম্প্রতিক সময়ে বড় পরিবর্তন এসেছে। তিনি দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টেনেছেন। মৃত্যুঞ্জয় নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার, কিন্তু এখন সে সম্পর্ক শুধুই অতীত। শার্লি জানালেন, ভাঙা সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছেন তিনি। ‘জীবনের পথে চলতে গেলে কিভাবে নিজের উপর দাঁড়াতে হয়’ – সেটাই এই বিচ্ছেদ তাকে শিখিয়েছে বলে জানান তিনি। পুরনো সম্পর্কের কষ্ট দূরে সরিয়ে রেখে তিনি এখন নিজের কেরিয়ারের উপরই বেশি ফোকাস করতে চান।

অভিষেক বোসও সম্প্রতি অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে দীর্ঘ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তাদের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনাও ছিল, কিন্তু ব্রেকআপের পর তারা এখন একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন এবং একসঙ্গে তোলা ছবিগুলিও মুছে দিয়েছেন। দুই অভিনেতার ভাঙা সম্পর্ক থেকে তৈরি নতুন বন্ধুত্ব এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে শার্লি ও অভিষেকের এই বন্ধুত্বকে অনেকে প্রেম হিসেবে দেখলেও তারা শুধুমাত্র সহকর্মী বলেই দাবি করেছেন।

এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে শার্লি বলেন, ‘এই মুহূর্তে আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। ছোটবেলায় প্রেম নিয়ে অনেক কথা শেয়ার করলেও এখন বিষয়টি প্রাইভেট রাখতে চাই।’ অভিষেকের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে নানা কথা উঠলেও শার্লি স্পষ্ট করেছেন, তিনি চান না এই গুঞ্জন তাদের বন্ধুত্বকে ক্ষতি করুক। তার মতে, ‘অভিষেকদা আমার ভালো বন্ধু, আর এর বাইরে কিছুই নয়।’

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে স্থিরতা আনতে চান শার্লি। পুরনো সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছেন বলেই জানান তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে তিনি শুধু কাজ এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোনিবেশ করতে চান। শার্লির কথায়, ‘আমি এখন কেরিয়ারেই বেশি ফোকাস দিতে চাই এবং সম্পর্ক নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।’

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page