জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: মিঠাইয়ের মত বেসুরো ‘আমি কলকাতার রসগোল্লা নয়’, দেবের পাশে বসে অসাধারণ গাইল আদৃত রয়, এত ভালো গায় যে অরিজিৎ সিংকেও হারিয়ে দেবে উচ্ছেবাবু!আনন্দে আত্মহারা ভক্তরা

খালি গলায় মিঠাইয়ের উচ্ছেবাবুর গান শুনে মুগ্ধ দর্শকরা!

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে আদৃত রায়। যে অভিনয় জগতে তো বেশ কিছু বছর এসেছে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ থেকে। এই ধারাবাহিকে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে আদৃতের জুটিকে বেশ পছন্দ করেছে দর্শক। এই ধারাবাহিকটি ৫৬ বার বাংলা টেলিভিশনের টিআরপি শীর্ষস্থান দখল করেছে। সম্প্রতি এই ধারাবাহিকের জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও অভিনেতা-অভিনেত্রীর জনপ্রিয়তার একেবারেই তুঙ্গে।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়াতে অভিনেতা আদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডুর ভক্ত সংখ্যা রয়েছে প্রচুর। তারা দুজনেই সোশ্যাল মিডিয়াতে কোন পোস্ট করলে তাতে প্রশংসায় ভরান তার ভক্তরা। তেমনভাবেই আদৃতকে সোশ্যাল মিডিয়াতে বেশ পছন্দ করেন মহিলারা। তবে আদৃত একজন ভালো গায়ক তা অনেকেই এর আগে প্রমাণ পেয়েছেন ধারাবাহিকে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আদৃতের একটি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা বলছে যে আদৃত অভিনয় তত ভালো না করতে পারলেও গান সে খুবই ভালো করে। কারোর কারোর কথায় যে সে সংগীতশিল্পী অরিজিৎ সিং কেউ এই বিষয়ে টক্কর দিতে পারবেন।

প্রসঙ্গত ভিডিওটিতে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দেবের সঙ্গে একটি সংবাদ মাধ্যমের ইন্টারভিউ দিচ্ছেন উচ্ছে বাবু তথা আদৃত। সেখানেই তাকে গান গাইতে বলা হলে সে চ্যালেঞ্জ সিনেমার একটি জনপ্রিয় গান ‘যার উষ্ণ আঁচে ভালোবাসা বাঁচে ‘ যেটি গেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সেটি গাইছেন।
আর এই গান খালি গলায় গেয়ে সত্যিই তিনি সবাইকে অবাক করে দিয়েছেন। খালি গলায় গান শুনে মুগ্ধ হয়েছে আদৃতের সকল ভক্তসহ দর্শকরা। তাই অভিনেতা হিসাবে তিনি নিজের পরিচয় তৈরি করলেও তিনি যে একজন সুমধুর কন্ঠের গায়ক তা এদিন এই ভিডিওতে বোঝাই যাচ্ছে। তার পাশে বসে থাকা দেবও তার গান শুনে প্রশংসা না করে থাকতে পারেননি।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page