জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আর কোনো সিরিয়ালে দেখা যাবে না রোহনকে, রেগেমেগে সিরিয়ালে অভিনয় ছেড়েই দিলেন অপরাজিতা অপুর দীপু! ‘সব গল্প একই রকম , কী অভিনয় করব?’ বিরক্ত অভিনেতা

ভজ গোবিন্দ’, ‘কলের বউ’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা অভিনেতা রোহণ ভট্টাচার্য এবার ছেড়ে দিলেন টেলিভিশন। এই সময় তিনি জনপ্রিয় ধারাবাহিক “অপরাজিতা অপু”তে অভিনয় করছিলেন। ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে’র স্বামী ‘দীপু’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন রোহণ।

কিন্তু হঠাৎ করে অভিনেতার টেলিভিশন ছেড়ে দেওয়ার খবরে অবাক হয়ে গেছে দর্শকরা। আচমকাই বাংলা ধারাবাহিক অর্থাৎ ছোটপর্দা থেকে সরে দাঁড়ালেন তিনি। কিন্তু কেনো?

অপরাজিত অপু ধারাবাহিকের পর অভিনেত্রী সুস্মিতা দে ছোট পর্দায় ফিরে এলেও অভিনয় করতে আর দেখা যায়নি তাঁকে। এবার এসে ধারাবাহিক থেকে সরে গেলেন আরেক মুখ্য চরিত্র রোহণ। সেই কারণ এলো সামনে।

অভিনেতা স্পষ্ট জানিয়ে দিলেন আর ছোট পর্দায় কাজ করতে চান না তিনি। প্রায় সব বাংলা ধারাবাহিকের গল্প ঘুরিয়ে ফিরিয়ে একইরকম হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করলেন এই অভিনেতা।সিনেমা-ওয়েব সিরিজে নতুন নতুন ভূমিকা পাওয়া যায়। তাই আপাতত বাংলা সিরিয়াল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেতা কথা স্পষ্ট এবার তিনি আর সিরিয়ালে অভিনয় করবেন না। বরং ওয়েব সিরিজের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। কথা পাকা হইচই, জি৫ প্ল্যাটফর্মের সঙ্গে। সেখানেই কয়েকটি সিরিজে এবার দেখা যেতে পারে রোহণ ভট্টাচার্যকে। তিনি কৌতুকে মোড়া চরিত্রেই আবার ফিরে আসতে পারেন সিরিজে। আবার রহস্য-রোমাঞ্চও ভালো লাগে তাঁর।

Piya Chanda

                 

You cannot copy content of this page