Connect with us

  Bangla Serial

  বরণ শেষ হতেই রুদ্রিককে দেখা গেল টিভির পর্দায় অন্য রূপে! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

  Published

  on

  Rudrik sarcastically taunts Tithi and performs every pre wedding ritual for her

  বাঙালিদের কাছে বিনোদন হলো ধারাবাহিক। তাই নিত্যনতুন ধারাবাহিক একের পর এক এসেই যাচ্ছে চ্যানেলগুলোতে। তার সঙ্গে জুড়েছে টিআরপি- এর খেলা। তবে নতুন ধারাবাহিক আসলেও সেই চরিত্রগুলি সহজেই মানুষ আপন করে নিচ্ছে। তাই লড়াই বাড়ছে চ্যানেলগুলোর। ফলে টিআরপি তালিকায় পিছিয়ে গেলেই নির্মাতারা আবার নতুন কিছু আনছে।

  তেমনই নতুন মুখ নিয়ে শুরু হয়েছে বরণ। নতুন হলেও তিথি আর রুদ্রিকের ফ্যানের সংখ্যা কম নয়। তাদের প্রেম কাহিনীকে ভালোবেসে ফেলেছে দর্শক। আবার সোশ্যাল মিডিয়াতেও এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

  কিন্তু তবুও টিআরপিতে ভালো ফল করতে পারেনি বরণ। ফলে এবার মাত্র ১১ মাস হলেও শেষ করতে হবে ধারাবাহিক। সুস্মিত মুখোপাধ্যায় এবং ইন্দ্রানী পাল ছিল মুখ্য তারকা এই ধারাবাহিকের। তাদের জুটিকে অনেকেই পছন্দ করতো কিন্তু তাড়াতাড়ি শেষ হওয়ায় মন খারাপ ভক্তদের।

  কিন্তু রুদ্রিকের ভক্তদের জন্যে একটা ভালো খবর রয়েছে। দিদি নাম্বার ওয়ানে এই খবর পাওয়া গেলো। নতুন পর্বে আসবে সুস্মিত। সেই সঙ্গে থাকবেন তার মা ও বাবা। আর শোয়ে নতুন খবর দিল নায়ক। নিজের অনেক অজানা খবর ফাঁস করবে সে নিজেই।