জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Didi No 1: কত বড় সাহস! বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাকে কিনা মুখ হাত ঘুরিয়ে নকল করছে রুকমা রয়! স্তম্ভিত নেটিজেনরা‌

জি বাংলার দিদি নাম্বার ওয়ান এমন একটা মঞ্চ যেখানে নিত্য নতুন ঘটনা ঘটে যায়। কখনো হাসির ঝড় ওঠে আবার কখনো কেঁদে ফেলে কেউ। মঞ্চের শুধুমাত্র খেলা নয়, চলে গল্প-আড্ডা আর প্রচুর মজা। দীর্ঘ কয়েক বছর ধরে দিদি নাম্বার ওয়ান এর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছে যে বিকেল হলেই বাঙালির দর্শকরা হাতে রিমোট নিয়ে বসে পড়ে টিভির সামনে।

এই মঞ্চের আরেকটি ইউএসপি হল অভিনেত্রী রচনা ব্যানার্জীর উপস্থিতি। অভিনেত্রী এখানে সঞ্চালিকা। বহু দিদিদের ডেকে আনেন তিনি এবং তাঁদের সঙ্গে মজার মজার খেলা খেলানোর পাশাপাশি করেন প্রচুর গল্প। বেরিয়ে আসে বহু অজানা তথ্য। কোনটা শুনে হাসিটা ফেটে পড়ে দর্শকরা আবার কোনটা শুনে কেঁদে ফেলেন স্বয়ং রচনা ব্যানার্জিও।

তবে এবার যা হলো সেটা দেখে যেমন অবাক হয়ে যাবেন তেমনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আপনি। আসলে জি বাংলার বিখ্যাত ধারাবাহিক লালকুঠি পরিবার হাজির হয়েছিল দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সেখানে অভিনেত্রী রুকমা রায়, যা কীর্তি করে বসলেন তাতে না হেসে পারবে না কেউ।

ঠাকুমার আশীর্বাদ নিয়ে খেলতে এসেছিল লালকুঠির সবাই। সেখানে ঠাকুমাকেই নকল করলেন অভিনেত্রী রুকমা রায়। দর্শকরা তো দেখে অবাক যে এত ভালো অভিনয় করার পাশাপাশি এত ভালো মিমিক্রিও করতে পারেন এই নায়িকা?


নায়িকাকে রচনা ব্যানার্জি জিজ্ঞাসা করেন আসার আগে ঠাম্মা কী বলেছেন? অভিনেত্রী বললেন “জিতে আসতে হবে। আর পারলে একটু ফল নিয়ে আসবে আমার জন্য। বেদানা শাক আলু কতদিন খাইনি গো”।

প্রসঙ্গত রুকমা নকল করেছেন ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করা অনামিকা সাহাকে। দর্শকরা এটা দেখে বলছে হুবহু মিলে গেছে অভিনয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। তবে শুধুমাত্র লালকুঠি নয়, পাশাপাশি খেলনা বাড়ি, উড়ান তুবড়ি পরিবারও ছিল খেলায় উপস্থিত।

Pabitra

                 

You cannot copy content of this page