Connect with us

Bangla Serial

Indrani Halder: শ্বশুরবাড়ি ছেড়ে বাপেরবাড়ি আসলেন‌ শ্রীময়ী পিসি! জি বাংলার নতুন গেম শো সঞ্চালনা করে রচনাকে টক্কর দেবেন ইন্দ্রাণী হালদার

Published

on

Rachana VS Indrani

বাংলা টেলিভিশনের প্রিয় শোগুলির মধ্যে একটি হল গেম শো। যা বহুদিন ধরে দর্শকদের ঘরে টিভির পর্দায় চলছে এবং তা জনপ্রিয়তাও লাভ করছে। রোজগেরে গিন্নি, দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, অদল বদল প্রভৃতি জনপ্রিয়তার শিখরে রয়েছে। এবার এই তালিকাতেই নাম জুড়তে চলেছে আর ও এক গেম শোএর। যেখানে সঞ্চালনা করতে দেখতে পাওয়া যাবে ইন্দ্রানী হালদারকে।

প্রসঙ্গত বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী হলে ইন্দ্রানী হালদার। যিনি একসময় প্রচুর জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ।তবে বর্তমানে তাকে দেখতে পাওয়া যায় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে। “সীমারেখা”, “গোয়েন্দা গিন্নির” মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন ইন্দ্রানী। আর তার জনপ্রিয়তাতেই এই ধারাবাহিকগুলির দর্শকের পছন্দের ধারাবাহিক হয়েছিল।

IMG 9307

গত বছর ডিসেম্বর মাসেই শেষ হয়েছে ধারাবাহিক “শ্রীময়ী” ।তবে তারপর থেকে ইন্দ্রানী হালদারকে আর ছোট পর্দায় দেখতে পাওয়া যায়নি। বেশ কিছুদিন ধরে জল্পনা উঠেছিল যে চলতি বছরেই আবার টেলিভিশনে ফিরতে চলেছেন অভিনেত্রী। তবে তা ধারাবাহিক নাকি অন্য কিছুর মাধ্যমে তা এতদিন প্রকাশ্যে আনা হয়নি।

Indrani cleanup 1 1

সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি নতুন গেম শোএর প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে সঞ্চালিকার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। গেম শোটির নাম “ঘরে ঘরে জী বাংলা”। প্রমো প্রকাশ হওয়ার পরে বোঝা গেল যে গেমসোটি হবে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে। আর তা জানার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি। যে তাকে আবার দেখতে পাওয়া যাবে ছোট পর্দায় এক নতুন ভূমিকায়। এই গেম শোএর প্রমো প্রকাশ্যে আসতেই অনেকে এর সাথে ইটিভি বাংলার “রোজগেরে গিন্নি”র তুলনা করেছেন। প্রমো দেখে মনে হচ্ছে যে এই গেম শোটি হতে চলেছে “রোজগেরে গিন্নি”র মতোই। তবে এই শোটি সঠিক কবে থেকে জী বাংলায় সম্প্রচারিত হবে সেই নিয়ে এখনো চ্যানেল অথবা অভিনেত্রীর তরফ থেকে কিছুই প্রকাশ্যে আনা হয়নি।