জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

উচ্ছে বাবুর বিপরীতে ছোট পর্দায় ফিরছেন ইন্দুবালা খ্যাত পারিজাত চৌধুরী! কোন বিখ্যাত নায়িকার ভাইঝি তিনি জানেন?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) তে শ্যামলীর ‘মিষ্টি ঠাম্মি’-কে কে না ভালোবাসেন! তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী আলপনা সেনগুপ্ত (Alpana Sengupta)। তবে অভিনেত্রীর ভাইঝি এবার মাতাতে চলেছে টেলিভিশন। আসছে নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। আর সেখানে আদৃত রায়ের (Adrit Roy) সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

টেলিভিশন পর্দায় ‘মিষ্টি ঠাম্মির’ ভাইঝি পারিজাত!

জি বাংলার সুপার হিট মেগা সিরিয়াল ‘মিঠাই’-তে অভিনয় করার পর অভিনেতা আদৃত রায়ের যেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। মিঠাইয়ের পর নতুন করে কোন ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। তবে অভিনেতা এবার কামব্যাক করতে চলেছেন টেলি পর্দায়। আসছে তাঁর নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’।

Zee Bangla, Kon Gopone Mon Veseche, Serial update, Bengali Serial, জি বাংলা, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে নতুন প্রোমো

এর আগে আদৃত জুটি বেঁধেছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর সঙ্গে। দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। তবে সব জল্পনাকে অতীত করে চলতি বছর অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আদৃত। ‌আর তারপরেই একের পর এক প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা। ‘মিঠাই’ শেষ হবার পর সকলেই অপেক্ষা করেছিলেন আদৃত কামব্যাক কবে করে তার জন্য। এবার তিনি জুটি বাঁধবেন অপর জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।

হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ সেই ছোট্ট ইন্দুকে মনে আছে? তিনি অভিনেত্রী পারিজাত চৌধুরী।‌ ইন্দুবালার পর তিনি ফিরছেন নতুন ধারাবাহিক নিয়ে। অভিনেত্রী পারিজাত আবার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের ‘মিষ্টি ঠাম্মির’ ভাইঝি।

সেই ইন্দুবালার পারিজাত এবার অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার আগামী ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তে। পারিজাতের বিপরীতে দেখা যাবে আদৃত রায়কে। এরাঁ ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করবেন জনপ্রিয় দুই অভিনেতা দুলাল লাহিড়ি ও অনুরাধা রায়। এই ধারাবাহিক নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page