জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Soumitrisha: মিঠাইয়ের এত লম্বা চুলের রহস্য কেবলমাত্র মায়ের হাতের নারকেল তেলের মালিশ, প্রিয় রং লাল হলুদ, ইস্টবেঙ্গল ভক্তরা খুশি তো? আর কী কী সিক্রেট রয়েছে মিঠাইয়ের?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। যাকে দর্শক সৌমিতৃষার থেকে বেশি মিঠাই বলে চেনে। তার কারণ জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ তে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকের আগেও বেশ কিছু ধারাবাহিককে তাকে মুখ্য ভূমিকায় দেখা গেলেও ‘মিঠাই’ তাকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে।

‘মিঠাই’ ধারাবাহিকের মত সোশ্যাল মিডিয়াতে ও তার জনপ্রিয়তা অনেক বেশি। তাকে সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ দেখতে পাওয়া যায়। নিজের দৈনন্দিন জীবনের একাধিক ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়াতে তিনি অনুরাগীদের সাথে শেয়ার করে থাকেন। এবার সেই মিঠাই তার ব্যক্তিগত এমন অনেক জিনিস সংবাদমাধ্যমের সামনে শেয়ার করলেন।

‘মিঠাই’ ধারাবাহীকে তাকে দেখতে পাওয়া যায় লম্বা লম্বা চুলে। তাই দেখে তার অনুরাগীদের প্রশ্ন থাকে যে এটা কি তার সত্যিকারের চুল! এবার অভিনেত্রী নিজেই বললেন, হ্যাঁ এটা তার নিজেরই চুল। এখন সবাই ছোট চুল পছন্দ করলেও তার পছন্দ বড় চুল। তবে নিত্যদিনের ব্যস্ততার কারণে তিনি সেভাবে চুলের পরিচর্যা করে উঠতে পারেন না। যেদিন বাড়ি থাকেন সেদিন তার মা তার চুলে শুধু নারকেল তেল মালিশ করে দেন।

এছাড়া মিঠাই তার পছন্দের রং নিয়ে বলেন যে সকল রংবেরঙের রং তার পছন্দ। তিনি সব উজ্জ্বল রঙের জামা পড়তে পছন্দ করেন । হালকা ফেডেড কালার পছন্দ করেন না। এই সবকটা রঙের মধ্যে তার সবচেয়ে প্রিয় রঙ লাল এবং হলুদ। এই শুনে অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। তার চুল নিয়ে অনুরাগীদের মধ্যে যে কৌতুহল ছিল তাও নিজেই ফাঁস করেছেন অভিনেত্রী।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page