জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1) -এর মঞ্চে এবার আসছেন, ছোটপর্দার সেইসব পার্শ্ব চরিত্ররা, যাদের ইতিবাচক বা নেতিবাচক উপস্থিতি ছাড়া ধারাবাহিকগুলি অসম্পূর্ণ। রচনা ব্যানার্জির মঞ্চে এবার আসছেন– ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ানের মা, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের রাইয়ের মা এবং ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের অপর্ণার মা অর্থাৎ অভিনেত্রী ‘সুচন্দ্রা ব্যানার্জি’ (Suchandra Bannerjee) ।
এদিন প্রকাশিত প্রমতে দেখা গেল, রচনা জানতে চাইছেন সুচন্দ্রাকে– “জীবনে রং লাগছে না কোনও?” উত্তরে অভিনেত্রী বলেন, “রং আছেই!” ফের রচনা জানতে চান, “কে রে? ভ্লগিং এর জন্য শুটটা কে করছে?” কিছুটা প্রস্তুত হয়ে অভিনেত্রী বলেন, “দিদি নাম্বার ওয়ান এলে সব সিক্রেট বেরিয়ে যায়!” প্রসঙ্গত, এক সময় ছোটপর্দায় অভিনয় করতে গিয়ে জীবনের সেই বিশেষ মানুষটার সঙ্গে এক সময় পরিচয় হয় সুচন্দ্রার।
‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনয় করতে করতে, বাস্তবে একে অপরের সঙ্গে একাত্ম হয়ে পড়েন দিশা গাঙ্গুলি ও সুচন্দ্রা ব্যানার্জি। পর্দার আড়ালেই জন্ম নেয় এক গভীর বন্ধন, যা সময়ের সঙ্গে সম্পর্কের রূপ নেয়। কিন্তু বাস্তবে সেই সম্পর্ককে মেনে নিতে পারেনি সমাজ কিংবা পরিবার। তাঁরা একসঙ্গে থেকেছিলেন, একে অপরকে বুঝেছিলেন, তবু সেই সম্পর্কের স্বীকৃতি মেলেনি। পরিবারের অস্বীকৃতি, খারাপ মন্তব্য, আর সমাজের
অব্যক্ত নিষেধই যেন ধীরে ধীরে তাদের দূরে সরিয়ে দেয়। দিশার পরিবার অন্য কারও সঙ্গে তার বিয়ের সিদ্ধান্ত নেয়। কাছের মানুষদের চাপ আর অগ্রহণযোগ্যতার যন্ত্রণা ধীরে ধীরে দিশার মনকে ভেঙে দেয়। অবশেষে এক সন্ধ্যায় নিজের জীবন শেষ করে দেন তিনি। সেই খবরে ভেঙে পড়েন সুচন্দ্রা। প্রিয় বন্ধুর মৃ’ত্যু যেন তার নিজের অস্তিত্বকেও মুছে দেয়। হতাশায় তিনি-ও জীবনের ইতি টানার চেষ্টা করেন। যদিও ভাগ্যবশত বেঁচে যান, কিন্তু সেই দিনের দাগ আজও থেকে গেছে তার জীবনে।
আরও পড়ুনঃ “আমি ‘ধূমকেতু’ দেখিনি, এই শুভশ্রীকে দেখার পর ওই শুভশ্রীকে মেনে নেওয়া কঠিন!” “একটা সত্যি ফাঁস করছি, ইউভান-ইয়ালীনি অভিনয় করতে চাইলে…”— সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট জবাব, নিজের পুরনো অভিনয় দেখতে এত অনীহা কেন? অভিনেত্রীর জানালেন বিস্ময়কর কারণ!
এখন সুচন্দ্রা সেই অতীত পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন। বর্তমানে ধারাবাহিকের পাশাপাশি পাহাড়ে একটি হোমস্টে খুলেছেন তিনি। কিছুদিন আগেই সেখানে গিয়ে পরিদর্শন করে এসেছেন। এছাড়াও মাঝেমধ্যে ভ্লগ করেন, সমাজ মাধ্যমে রান্নার ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে, জীবনের এই পর্যায়ে, সেই নতুন মানুষটি কে? জানার অপেক্ষায় সকল ভক্তরা! জানতে হলে চোখ রাখতেই হবে, এই শুক্রবার বিকেল সাড়ে চারটেয় জি বাংলায়।
