জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Torsa-Mithai: ছাদের পাঁচিলে মনের দুঃখে বসে রয়েছে তোর্সা! মিঠাই দিলো প্রকাশ্যে হুমকি! মিঠাইয়ের টেস বুড়ির কীর্তিতে চিন্তায় দর্শক

জি বাংলার মিঠাই ধারাবাহিকের শুধুমাত্র মিঠাই আর উচ্ছে বাবু নয়, মোদক পরিবারের অন্যান্য সদস্যদের সবাই দর্শকদের অত্যন্ত প্রিয়। এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র এতটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গল্পের খাতিরে যে কোনোটা ছেড়ে কোনোটাকে বাদ দেওয়া যায় না। তাই প্রতিটি অভিনেতা বা অভিনেত্রী জনপ্রিয় এখন।

তন্বী লাহা রায় এই সিরিয়ালে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তিনি এখন টেস বুড়ি তোর্সা। অভিনেত্রীর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ এটাই নায়িকার প্রথম অভিনয় নয়। তন্বী টেলিভিশনের একটি অতি জনপ্রিয় মুখ।

তবে এই ধারাবাহিক নায়িকাকে একটি অন্য পরিচয় দিয়েছে। নেগেটিভ রোল করছেন তিনি এখন। মিঠাইকে একেবারেই পছন্দ করে না টেস বুড়ি। কিন্তু মিঠাই তার কোন ক্ষতি চায় না। এদিকে ধারাবাহিকে গল্পে একরকম হলেও বাস্তবে গল্পটা একেবারেই আলাদা। কেমন জানেন সেই গল্প?

বাস্তবে কিন্তু মিঠাই রানী আর টেস বুড়ির বেশ ভালো সম্পর্ক রয়েছে। দুজন রীতিমতো দুজনের খুব কাছের বন্ধু হয়ে উঠেছেন। তন্বী আর সৌমীতৃষা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করেন। মাঝে মাঝেই দুজন দুজনের পোস্টে কমেন্ট করে থাকেন।
mithai torsha

এবার অভিনেত্রী তন্বী লাহা রায় একটি অন্যরকম পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। তিনি হাসিমুখে শাড়ি পরে ছাদের পাঁচিলে বসে রয়েছেন। কালো ফ্লোরাল প্রিন্টের সেই শাড়িতে অপরূপা সুন্দরী লাগছে নায়িকাকে। বিকেলের গোধূলি আলোয় ফুটে উঠেছে নায়িকার সৌন্দর্য। মেকআপ একবারেই যৎসামান্য এবং তার সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি।

এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী তন্বী লাহা রায় ক্যাপশনে লিখেছেন “পা- chill swag”। বেশ আরাম করে তিনি পাঁচিলের উপর বসে রয়েছেন। আর এটা দেখে মিঠাই রানী কমেন্ট করেছে। সৌমীতৃষা আবার লিখেছেন “পাশে টিকটিকি আসবে এখনই নাম”। রীতিমতো হুমকি দিয়ে দিলেন তিনি প্রকাশ্যে। ত

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

বে এর উচিত জবাব দিয়েছে টেস বুড়ি। তন্বী আবার রিপ্লাই দিয়ে লিখেছেন “সরে যা তুই”। এর পাশাপাশি অনুরাগীদের প্রচুর ভালোবাসা আর প্রশংসা পেয়েছেন তন্বী।

Nira

                 

You cannot copy content of this page