বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর সেই পুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো। আর তাই জন্যেই সেপ্টেম্বর মাসের ১ তারিখে ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতেই কলকাতার রাস্তা জুড়ে মিছিল হয় এবং পরে রেড রোডে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সেই মঞ্চে মুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী উপস্থিত ছিলেন। আর সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে তার চেনা মেজাজে ভাষণ দিতে দেখা গেল। মুখ্যমন্ত্রীর এই ভাষণই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার। এবং ভিডিও হচ্ছে মুখ্যমন্ত্রীর ছন্দ মেলানো একটি উক্তিকে কেন্দ্র করে। আর সেই উক্তিতেই রিলস্ বানাতে দেখা গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ এর অভিনেত্রীদের।
View this post on Instagram
প্রসঙ্গত বর্তমানে জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো আমাদের ‘এই পথ যদি না শেষ হয়’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্বেষা হাজরা এবং অভিনেতা ঋত্বিক মুখার্জিকে। এছাড়া এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী ময়না ব্যানার্জি, সুচন্দ্রা ব্যানার্জি, মীশমি দাস প্রমুখরা।
View this post on Instagram
ধারাবাহিকের এই অভিনেত্রীরাই জমিয়ে নাচল এই মজাদার রিলে। ধারাবাহিকে উর্মি এবং রিনির যতই শত্রুতা থাকুক না কেন। এই রিলসে উর্মি ও রিনি, সাত্যকির মেঝো মা এবং সাত্যকির মাকে একসাথে নাচতে দেখা গেল। আর তাই দেখে বেশ মজা পেয়েছে দর্শক।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আজ থেকে পুজো শুরু হয়ে গেল। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল।… টাকডুমাডুম, টাকডুমাডুম, টাকডুমাডুম… ডুম, মা দুর্গা ঘরে এসেছে তাই তো এতো ধুম’। আর সেটিকে রিলস্ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক জায়গায় পোস্ট করছে দর্শকরা।