Bangla Serial
Mithai: ‘সবসময় ওরকম করবি না!’, উচ্ছেবাবুকে রেগে গিয়ে কেন এরকম বলল মিঠাই? সেটের ভেতরেই শুরু হলো দু’জনের তুই তোকারি করে ঝগড়া

জি বাংলা মিঠাই রানী আর উচ্ছ বাবুর জুটি এখন সকলের প্রিয় হয়ে উঠেছে। আর এই প্রিয় জুটির সমস্ত খুঁটিনাটি জানতে বরাবর মুখিয়ে থাকে তাদের অনুরাগীরা।
মাঝখানে জানা গিয়েছিল যে ঝামেলা হয়েছে উচ্ছে বাবু আর মিঠাইয়ের। সেটা সিরিয়ালে নয় বাস্তবেই ঝামেলায় জড়িয়ে পড়েছিল সৌমীতৃষা আর আদৃত। দুজনের কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। এমন নানা ভিডিও সামনে এসেছিল সেই সময় যা দেখে মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের।
আসলে একটা গুঞ্জন ঘটে গিয়েছিল যে দুজন নাকি প্রেম করছে বাস্তবে। আর তাদের মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে দিদিয়া অর্থাৎ নায়িকা কৌশাম্বি চক্রবর্তী। এই নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল।
তবে পরবর্তীকালে মৌনতা ভাঙ্গে সবাই। মিঠাই এবং আদৃত দুজনেই জানিয়েছিল যে তাদের কথা বলা বন্ধ প্রেম গঠিত বিষয় জুড়ে নয় কাজের জন্য তাদের মধ্যে ঝামেলা হয়েছে। দর্শকরা অপেক্ষা করছিল যে কবে আবার দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে।
কিন্তু এরই মাঝে আবার এমন একটি ভিডিও সামনে এলো যা দেখে কারোর কারোর মন ভালো হতে পারে আবার মনে নানা প্রশ্ন উঠতে পারে। দুজনের খুনসুটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আসলে শুটিংয়ের মাঝে দেখা যায় যে দুজন খুনসুটিতে মেতে উঠেছে। আদৃত বিরক্ত করতে থাকে অভিনেত্রী সৌমীতৃষাকে। আরো রেগে যেতে থাকে মিঠাই। তাতে সবাই মজা পায়। এই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আসলে যারা মিঠাই আর উচ্ছে বাবুল ভক্ত তারা সকলেই মনে প্রাণে প্রার্থনা করছিল দুজনে ঝামেলা শেষ করে কথা বলা যেন শুরু করে দেয়। এই ভিডিওটা থেকে আজও জানা যায়নি যে এটা কখনো তোলা। তবে দুজনের এমন মিষ্টি মুহূর্ত দেখে খুশি দর্শকরা। প্রার্থনা করছে আর যেন দুজনের মধ্যে কোন ঝগড়া বা ঝামেলা না হয়।
