Bangla Serial

Sidhai Anniversary: বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত ছয়খানা শাড়ি পাল্টে ফেলল মিঠাই রানী অথচ উচ্ছেবাবু সেই পুরনো জামা! ‘ জি কাকু তুমি এত কিপটে কেন?’, ক্ষোভ সিড ভক্তের

গত দু-তিন দিন ধরে তো জি বাংলার মিঠাই সিরিয়ালে উৎসব চলছে। ভক্তদের যত রাগ ক্ষ োভ সব মিটিয়ে দিয়েছে জি বাংলা। দু-তিন দিনে এত বেশি সিধাই মোমেন্ট দেখানো হয়েছে যে আশা করা যায় আগামী দু তিন সপ্তাহ সিড মিঠাই ভক্তরা চুপ থাকবে।বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তো হই হই ব্যাপার হয়ে গেছে মোদক বাড়িতে আমাদের উচ্ছে বাবু তো পরতে পরতে চমক দিয়ে দিয়েছেন।

FbL8RolVEAERpoD?format=jpg&name=large
তবে ব্যাপারটা হচ্ছে, এতসব কিছুর পরে রেগে গেছেন কিছু সিদ্ধার্থ ভক্ত। যদি বিবাহ বার্ষিকী সকাল থেকে আমরা হিসাব করি তাহলে মিঠাই কে মোট ছয় খানা শাড়ি পরানো হয়েছে।এরমধ্যে তিনখানা শাড়ি মিঠাই ঘুরিয়ে ফিরিয়ে পরে কিন্তু আরো নতুন তিনখানা শাড়ি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের উচ্ছে বাবুকে নতুন কোন জামাই দেওয়া হলো না।

এতেই রেগে গেছেন কিছু মিঠাই ভক্ত। বিশেষ করে যারা সিদ্ধার্থর ভক্ত। একজন তো পোস্ট করে লিখে দিয়েছিলেন যে জি কাকু তুমি এত কিপটা কেন? তবে মিঠাই রানীকে নিয়ে কারোর কোন রাগ নেই।

301904717 127553173354321 6641668046815179603 n.jpg? nc cat=104&ccb=1 7& nc sid=8bfeb9& nc ohc=yiR63MXbssAAX8uL3JA& nc ht=scontent.fccu3 1

সকলের পছন্দ হয়েছে দুটো সাজ। একদম সকালে স্নান করে এসে যখন সাদা শাড়ি পরে মিঠাই ভেজা চুলে পুজো দিচ্ছিল সেটা আর কালো রঙের শিফন জর্জেট যেটা পরেছিল সেটা এবং সকলেই বাজারে খুঁজছেন যে পুজোর আগে এরকম একটা শাড়ি যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়।

May be an image of 2 people and people standing

Titli Bhattacharya