জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Adrit Roy: ‘আমাদের ইন্টারভিউয়ের ভিডিওর তলায় একটু পজেটিভ কমেন্ট করবেন, নেগেটিভ কমেন্ট দেখলে মন খারাপ হয়ে যায়!’, দর্শকদের অনুরোধ করলেন উচ্ছে বাবু, আপনি রাখবেন তো?

বর্তমানে যে ধারাবাহিকের চরিত্ররা সারাক্ষণ বিতর্কের মধ্যে থাকে তারা হল মিঠাই ধারাবাহিক। মিঠাইয়ের প্রধান চরিত্ররা সবসময় বিতর্কে থাকে। বিশেষ করে আদৃত, সৌমিতৃষা এবং কৌশাম্বীর ব্যক্তিগত জীবন এখন আর ব্যক্তিগত নেই। সেই নিয়ে নানা গুজব বাতাসে ভেসে বেড়ায়।

Mithai DiDia

তাদের সম্বন্ধে পোস্টে কমেন্ট বক্সে জমে উল্টোপাল্টা কথা। আবার তাদের যখন কোন ইন্টারভিউ নেওয়া হয় তার কমেন্ট বক্সে মানুষজন নোংরা কমেন্ট করেন আর সেগুলো তাদের চোখে পড়ে এবং সেগুলো তাদের খারাপ লাগে। এবার আদৃত এই বিষয়ে মুখটা খুললেন।

Adrit Interview mithai

সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যম থেকে মিঠাই পরিবারের ছেলেদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আদৃত সকলের উদ্দেশ্যে একটাই কথা বললেন যে, দেখুন আপনারা একটু পজিটিভ কমেন্ট করবেন।নেগেটিভ কমেন্ট করলে আমরা সেটা পড়ি আর আমাদের খারাপ লাগে।

যদিও এটা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। মিঠাইয়ের ভক্তরা বলছে তুমি আর দিদিয়া যদি ব্যক্তিগত জীবনটাকে সামনে এনে ন্যাকামো করো তাহলে বাজে কথা তো শুনতেই হবে। তুমি নেগেটিভ কাজকর্ম করো না তাহলে নেগেটিভ কমেন্ট ও শুনবে না। তোমাকে কি আগে নেগেটিভ কমেন্ট করা হতো? তোমার জন্মদিনের সময় থেকেই তো ব্যাপারটা বেড়েছে। তোমার অভিনয় নিয়ে তো কেউ কিছু বলে না কিন্তু ব্যক্তিগত জীবনটাকে এমন করে সামনে আনো যে লোকে বিরক্ত হয়ে যায়।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page