Bangla Serial

Sudipta Banerjee: এবার হানিমুন! বিয়ের পর স্বামী সোহাগী! সিঁথি ভর্তি সিঁদুর, হাতে মোটা সোনার শাখা-পলা, পরিপাটি ‘বেণী বৌদি’ সুদীপ্তা স্বামীর সঙ্গে মধু চন্দ্রিমায় যাচ্ছে

পয়লা মে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সী। অপরূপ সাজে অভিনেত্রীর বিয়ের সকল ছবি-ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর ফের শুক্রবার একেবারে নতুন সাজে ধরা দিলেন সুদীপ্তা। নতুন কনের ছবি দেখে অনুরাগীরাও বিশেষ খুশি।

সকল বিবাহিত নারীর মতোই বিয়ের পরই নিজের নামে বক্সী পদবী জুড়ে নিয়েছেন সুদীপ্তাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেলেন সুদীপ্তা। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বন্দ্যোপাধ্যায় পদবি মুছে ফেলেছেন তিনি। বিয়ের পর এবার ইনস্টাগ্রামে সেলফি শেয়ার করলেন নিজের।

ছবিতে আগের থেকে বেশ আলাদা রূপেই ধরা পড়লেন তিনি, কপালে সিঁদুর, হাতে শাঁখা বাধানো, পলা বাঁধানো, সোনার চওড়া মানতাসা। গাড়ির ভিতরেই মিষ্টি হাসি হেসে নিজেকে ক্যামেরাবন্দি করলেন স্টার জলসার ‘সোহাগ জল’ ধারাবাহিকের অভিনেত্রী বেণী বৌদি। সবুজ চওড়া পাড়ের শাড়ি আর গোলাপি রঙের ব্লাউজ পরেছিলেন সুদীপ্তা।

83301313 fea3 419f b8e6 fdd4386d0d5d 1683887645926 1683887669393

সাথে চুস খোলাই রেখেছেন। কানে রয়েছে সোনার দুল, হাতে সোনার পলা। সুদীপ্তা জানান, চলতি সপ্তাহেই সৌম্য বক্সীর গ্রামের বাড়িতে যাওয়ার কথা সুদীপ্তার। গোটা পরিবার সেখানে গিয়ে দেবী দশভূজার পুজো দেবে। ঘাটাল থেকে কিছুটা দূরে সৌম্যদের গ্রাম। সেখানে দেবী দশভূজা রয়েছেন। অভিনেত্রীর প্রতিটি ছবিতে চোখে মুখে ছিল দাম্পত্যের আভা। যদিও সেই ছবিতে দেখা মেলেনি সৌম্যর।

e0fef02a a0ea 444b b2b8 27d7e0078045 1683887646090 1683889374073

তবে জানা গিয়েছে, এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না সুদীপ্তা এবং সৌম্য। পুজোর পর ঘুরতে যাবেন তাঁরা। সুদীপ্তার কথায়, ‘সৌম্যদের বাড়িতে বড় করে কালীপুজো হয়। পুজোর পরই হানিমুনে যাব আমরা’। তিনি জানিয়েছেন, শ্বশুরবাড়িতে শ্বাশুড়ি থেকে শুরু করে ননদ সকলেই তাঁকে মাথায় করে রাখছে। খুব যত্ন করছে তাঁর।

Titli Bhattacharya