জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একদিকে হুইলচেয়ারে বন্দি নিস্তেজ জগদ্ধাত্রী, অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলা ‘দাবাং’ মেয়ে দুর্গা! — দু’বছর পেরিয়েও টিআরপি তালিকায় কামাল ‘জগদ্ধাত্রী’র! কিসের টানে আজও জগদ্ধাত্রী দেখছেন দর্শকরা?

একটা ধারাবাহিক যখন টানা দু’বছর পরেও নতুন করে টিআরপি তালিকায় (TRP List) শীর্ষস্থান অর্জন করে, তখন প্রশ্ন ওঠে—এই সাফল্যের আসল কারণ ঠিক কী? জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) -র ক্ষেত্রেও ঠিক সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকমনে। এই ধারাবাহিকের বর্তমান কাহিনির মোড় ঘুরেছে অনেকটাই, এক সময় যে চরিত্রকে কেন্দ্র করে গল্প শুরু হয়েছিল, সেই জগদ্ধাত্রী এখন উঠে দাঁড়াতে অক্ষম! বদলে উঠে এসেছে তাঁর মেয়ে—‘দুর্গা’ (Durga)

দর্শক আজও মনে রেখেছেন সেই সিক্রেট এজেন্ট জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রীকে। যে ঠান্ডা মাথায় দুষ্কৃতীদের কাবু করত, দৃঢ়তার সাথে সত্যের পাশে দাঁড়াত। তাঁর ব্যক্তিত্ব, দৃঢ়তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে গল্পেও এসেছে পরিবর্তন– এখন জগদ্ধাত্রী অসুস্থ, নিস্তেজ এবং হুইলচেয়ারে বন্দি। বদলে গল্পের হাল ধরেছে তাঁর মেয়ে ‘দুর্গা’, যাকে হুবহু মায়ের মতন দেখতে।

jogo 2

দুর্গা এক দুঃসাহসী মেয়ে, যার চোখে প্রতিশোধের আগুন, বুকে মা’কে রক্ষার শপথ। গল্পের মোড় ঘুরতেই নতুন প্রোমোতে দুর্গার অ্যাকশন-প্যাকড প্রবেশ, জগদ্ধাত্রীকে বাঁচানোর দৃশ্য এবং শত্রুদের বিরুদ্ধে একার লড়াই—সব মিলিয়ে দর্শকমনে এক অন্যরকম উত্তেজনা তৈরি করেছে। দুর্গার চরিত্র, সংলাপ বলার ভঙ্গি এবং চোখেমুখে কঠোর অভিব্যক্তি দেখে অনেকেই বলছেন, আজকের ‘দাবাং’ তো দুর্গাই! এমনকী, বাবা স্বয়ম্ভুর চোখেও স্পষ্ট সেই অভিব্যক্তি।

তবে এখানেই শুরু আসল বিতর্ক—তাহলে কি ‘জগদ্ধাত্রী’ নামাঙ্কিত এই ধারাবাহিকের কি প্রাণ এখন মেয়ে দুর্গা? নাকি উঠে দাঁড়াতে অক্ষম হয়েও নিস্তেজ অভিনয় দিয়েই জগদ্ধাত্রী ধরে রেখেছে গল্পের হাল? এমন সময় প্রশ্ন উঠছে—এই ধারাবাহিকের ঝড় তোলা টিআরপি কী এখনও সেই জগদ্ধাত্রীর ইউএসপি’র জন্য, নাকি দুর্গার আগমনে গল্পের টানটান মোড়? কেউ বলছেন, ধারাবাহিকের শিকড় জগদ্ধাত্রী, তাঁর উপস্থিতিই আজও দর্শকদের টানছে।

অন্যদিকে আরেক দল বলছে, দুর্গার আগমনেই এসেছে ধারাবাহিকে নতুন গতি, থ্রিল এবং টুইস্ট, যা দর্শক ধরে রাখার মূল কারণ। ‘জগদ্ধাত্রী’ নাম হলেও ধারাবাহিকের, হয়তো সময় এসেছে ‘দুর্গা’-কে নতুন নায়িকা হিসেবে ভাবার! আপনার কী মনে হয়? এত সাফল্যের পেছনে কার অবদান বেশি—জগদ্ধাত্রীর, না দুর্গার? তাহলে কি ‘জগদ্ধাত্রী’র সাফল্যের কেন্দ্রবিন্দু এখন এই প্রজন্মের মেয়ে দুর্গা?

Piya Chanda