জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্টার জলসার ‘গোধূলি আলাপ’ থেকে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’, বাংলা টেলিভিশনে নতুন ট্রেন্ড কি এখন অসমবয়সী প্রেম? কিন্তু আপনাদের মতে সেরা জুটি কারা— অরিন্দম-নোলক নাকি আর্য-অপর্ণা?

বাংলা টেলিভিশনে রোম্যান্স মানেই সাধারণত সমবয়সী নায়ক-নায়িকা, কিন্তু দর্শকরা বারবার প্রমাণ করেছেন যে ভিন্ন স্বাদের গল্পও তাঁদের মন জয় করতে পারে। সাম্প্রতিক সময়ে যে দুটি ধারাবাহিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেগুলোর কেন্দ্রে রয়েছে অসমবয়সী প্রেম। একদিকে স্টার জলসার ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap), অন্যদিকে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। এই দু’টোই দেখিয়ে দিয়েছে বয়সের সীমারেখা পেরিয়েও প্রেম সমানভাবে দর্শককে ছুঁতে পারে।

দর্শকদের একটা বড় অংশের কাছে শেষ হয়ে যাওয়ার বহুদিন পরেও ‘গোধূলি আলাপ’ এখনও বিশেষ ভালোলাগার তালিকায় রয়েছে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় আইনজীবী অরিন্দম আর গ্রাম্য মেয়ে নোলকের সম্পর্ককে যেভাবে তুলে ধরা হয়েছিল, সেটা সহজ-সরল অথচ গভীর আবেগে ভরপুর ছিল। কৌশিক সেনের মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে নবাগত সোমু সরকারের জুটি প্রথমে অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল।

কিন্তু সময় গড়াতেই তাঁদের অনবদ্য অভিনয় সেই সংশয় দূর করে দেয়। অন্যদিকে, এই আলোচনার শীর্ষে রয়েছে জি বাংলার বর্তমান ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। এখানে কোটিপতি ব্যবসায়ী আর্য সিংহ রায় এবং কলোনীর মেয়ে অপর্ণার সম্পর্ক দর্শককে ভিন্ন এক প্রেমের স্বাদ দিয়েছে। বয়সের পার্থক্য থাকলেও জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের অভিনয় এমন নিখুঁত যে, দর্শকেরা চরিত্রগুলিকে আলাদা করে ভাবতে পারছেন না।

তাঁদের অভিনয় এতটাই বাস্তবিক যে দর্শকদের মন ছুঁয়ে গেছে। আর সেই কারণেই সমাজ মাধ্যমে এই ধারাবাহিক ঘিরে চলছে ব্যাপক চর্চা। মজার বিষয় হলো, বাংলা টেলিভিশনে অসমবয়সী প্রেমের গল্প খুব বেশি দেখা যায় না। কিন্তু যতবারই ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, দর্শকেরা সেটা বেশি করে গ্রহণ করেছেন। এই ধারাবাহিকগুলোর সাফল্যই প্রমাণ করেছে, গল্প আর অভিনয় শক্তিশালী হলে দর্শক বয়সের পার্থক্যের দিকে তাকান না।

বরং তাঁরা খুঁজে পান নতুন অভিজ্ঞতা, নতুন সম্পর্কের ভিন্ন মাত্রা। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি বলছে, বাংলা ধারাবাহিকের দর্শকরা চিরাচরিত ধারাবাহিকের গল্প আর দেখতে চাইছেন না। বরং এমন ভিন্ন স্বাদের গল্পই তাঁদের বেশি পছন্দের। সমালোচনা যেমন আছে, তেমনই প্রশংসার বন্যাও বইছে। তবে, শেষ পর্যন্ত কোন অসমবয়সী প্রেমের গল্প আপনাদের মনে দাগ কাটতে পেরেছে? ‘গোধূলি আলাপ’ নাকি ‘চিরদিনই তুমি যে আমার’, আপনাদের কাছে কোন জুটি সেরা?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda