জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিপদে আহির-পিলু! মল্লারের মুখোশ খুললেও বিপদ মুক্ত নয় রঞ্জা ঋজুলা, এলো নতুন প্রোমো

জি বাংলা এবং স্টার জলসা চ্যানেল একে অপরের সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে। নতুন নতুন সিরিয়াল আনছে দুটি চ্যানেলই।

ইতিমধ্যেই বেশ কিছু নতুন ধারাবাহিকের নাম এবং সম্প্রচারের সময়ে ঘোষণা করা হয়েছে। 16 মে থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে খেলনা বাড়ি। অর্থাৎ পিলু আর এই সময়ে দেখতে পাবেন না। এই নিয়ে দোটানায় পড়ে গিয়েছিল দর্শকরা। তবে যতটা জানা গেছে সেই অনুযায়ী ছয়টায় দেখানো হবে পিলু।

সবাই বলছে গল্পের প্লট ভালো থাকলে যে কোনো সময়ই দেখানো হোক না কেন দর্শক বসে দেখবো পিলু। এবার এলো এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এর আগে দেখা যায় মল্লার সম্পত্তি নথিপত্র ঘাটাঘাটি করছে এবং পিলু সেটা দেখতে পেতেই সে পিলুর উপর সমস্ত দোষ চাপিয়ে দেয়। এদিকে পিলু ঠিক করে নেয় যে সে খুলেই ছাড়বে মল্লারের আসল মুখোশ। এবার আবার এলো নতুন প্রোমো। মল্লারের সঙ্গে রঞ্জার রেজিস্ট্রি হয়ে গেলো। এবার বসলো বিয়ের আসর।

ভিডিও সোর্স:ZEE5

তবে সিঁদুর দানের ঠিক আগে এসে উপস্থিত হয় পিলু। সে দেখিয়ে দেয় কায়দা করে বড় ম্যাডামের সম্পত্তি হাতিয়ে নিয়েছে মল্লার। সে শেষে স্বীকার করে নিয়ে তাড়াতাড়ি রঞ্জার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। আহির আর পিলু অবাক। এবার দেখার বিষয় কীভাবে পিলু বাঁচাবে ছোট ম্যাডামকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page