জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠাইয়ের পিঙ্কির দিদি অভিনেত্রী অলকানন্দার প্রথম জামাইষষ্ঠী! নতুন জামাইবাবুর সঙ্গে জমিয়ে মজা করল অনন্যা গুহ

অভিনেত্রী অনন্যা গুহ ধীরে ধীরে টলিউডে নিজের জায়গা জমি শক্ত করছেন। কৃষ্ণকলিতে দেখেছি তার অভিনয়, তারপর লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার মেয়ে রিয়া সেজেছে সে।আবার এখন মিঠাইতে মিঠাইয়ের ছোট জা পিঙ্কি আগরওয়ালের ভূমিকায় রয়েছে অনন্যা। সব মিলিয়ে কেরিয়ারের টপে রয়েছে মিষ্টি মেয়েটি।

তার দিদি অলকানন্দা গুহও একজন অভিনেত্রী। টেলিভিশনের পরিচিত মুখ সে। কয়েকমাস আগেই তার বিয়ে হয় পরিচালক মনোজিতের সঙ্গে। তাই এইবার তার প্রথম জামাইষষ্ঠী। আজ জমজমাট জামাইষষ্ঠী অনুষ্ঠিত হল গুহ বাড়িতে।

সকাল সকাল অলকানন্দা গুহ বরকে নিয়ে চলে এসেছেন বাড়িতে।বোন অনন্যা গুহ দিদি জামাইবাবুর সঙ্গে খুনসুটি করেছে জমিয়ে। বাঙালি ধাঁচে মাটির থালা বাটিতে ভাত ডাল মাছ মাংস মিষ্টি সাজিয়ে দিয়েছিলেন অনন্যার মা। দুজনেই জমিয়ে করেছেন ভুরিভোজ।

সকল ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা। দর্শকরা বেজায় আপ্লুত অলকানন্দা গুহ আর মনোজিতকে দেখে।‌অনন্যাকেও ভীষণ মিষ্টি লাগছে।,

Piya Chanda

                 

You cannot copy content of this page