জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আলতা ফড়িঙেও ব্যাঙবাবু আর ফড়িঙের রোমান্টিক এপিসোড! জুনিয়র ফড়িঙ কি আসছে তাহলে? উত্তেজনার পারদ তুঙ্গে দর্শকের মধ্যে

বর্তমানে বাংলা ধারাবাহিকপ্রেমীর সংখ্যা খুব একটা কম নয়। আর এই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে রোজ নতুন নতুন সিরিয়াল হওয়ার সম্প্রচার হওয়ার সঙ্গে।

বর্তমানে প্রতিটি চ্যানেলের কর্তৃপক্ষই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন স্বাদের ও ভিন্ন ধারার গল্প নিয়ে হাজির হয়। সেরকমই বেশ ভিন্ন ধরনের একটা গল্প দিয়ে সাজানো ধারাবাহিক এখন চলছে স্টার জলসায় যার নাম আলতা ফড়িং।

ধারাবাহিকে একজন মেয়ের জিমন্যাস্টিক হয়ে ওঠার স্বপ্ন কী করে বাস্তবায়িত হয় বা আদৌ বাস্তবায়িত হয় কিনা সেই গল্প তুলে ধরা হয়েছে। আর সেই সঙ্গেই আবার এই ধারাবাহিকে ফড়িং এবং অভ্রর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

এই জুটি এখন দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তার প্রমান মিলেছে টিআরপি রেটিংয়ে। টিআরপি তালিকার বিচারে বরাবর ভালো ফল করেছে এই ধারাবাহিক।

সম্প্রতি স্টার জলসার ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে ফড়িং এবং অভ্র একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে যেটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখানো হয়েছে যে ফড়িংকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে অভ্র। আর বিস্ময় ভরা চোখে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে ফড়িং। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে “মিলছে পায়ে পা”। আর এই রোমান্টিক দৃশ্য দেখেই দর্শকের আগ্রহ তুঙ্গে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

অভ্র এবং ফড়িংয়ের এই মিষ্টি রোমান্টিক মুহূর্ত বেশ সারা ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে কারণে এখন এই পর্ব নিয়ে বেশ আলোচনা চলছে।

Pabitra

                 

You cannot copy content of this page