জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার এই বিখ্যাত টলি অভিনেতা এন্ট্রি নিচ্ছেন মিঠাইতে! এরপর এক চরিত্রের সমাগম মোদক পরিবারে, জমে উঠেছে মনোহরার পরিবেশ

সুখে-দুখে মিষ্টিমুখে মিঠাই। দীর্ঘদিন ধরে সে আমাদের মনোরঞ্জন করে যাচ্ছে, আমরা মিঠাইকে এতটাই ভালবেসে ফেলেছি যে মিঠাইয়ের চরিত্রগুলো আমাদের ঘরের ছেলে মেয়ে বলে মনে হয়। বিগত দেড় বছরে অসংখ্য চরিত্রের আনাগোনা ঘটেছে, কেউ অল্প কয়েকদিনের জন্য অভিনয় করেছে আবার কেউ এসে থেকেই গেছে।

আইপিএস অফিসার ধারা অর্থাৎ অর্কজা আচার্য মিঠাই ছেড়েছেন। তিনি এখন আকাশ আটে অভিনয় করছেন শ্রেয়সী নামের একটি ধারাবাহিকে। অন্যদিকে আমরা জানতে পারছি ভাবনা ব্যানার্জি আসতে চলেছে মিঠাইতে।খুব সম্ভবত পিংকিজি যেখানে সিরিয়াল করতে যাবে সেখানেই কোন চরিত্র হিসেবে আসছে ভাবনা।

এবার জানা গেল আরেক অভিনেতা যিনি টলিপাড়ার জনপ্রিয় মুখ তিনি আসতে চলেছেন মিঠাইতে। তার নাম আনন্দ চৌধুরী এবং আজ থেকে তার শুটিং শুরু হলো।তিনিও সম্ভবত পিংকির সিরিয়াল সংক্রান্ত কোন চরিত্রে অভিনয় করবেন কারণ কিছুক্ষণ আগেই তিনি অনন্য গুহ’র সঙ্গে ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবং ঘোষণা করেছেন যে আজ থেকে মিঠাইতে তিনি আসছেন।

এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিঠাইতে একের পর এক নতুন চরিত্র আসাতে বেশ উৎসাহিত বোধ করছেন মিঠাই ভক্তরা। তারা মনে করছেন এতে তাদের সিরিয়াল আরো হিট হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page